সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃভূমি থেকে বহুদূর। আত্মীয় স্বজন থেকে বিছিন্ন। কিছু ঝাপসা স্মৃতি আর বুকে ছিল একদিন স্বদেশে ফিরে যাওয়ার আশা। এ নিয়েই বেঁচে আছেন ৭৭ বছরের ওয়াং কুই। তবে এবার হাসি ফুটতে চলেছে তাঁর মুখে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, বিদেশমন্ত্রক ওয়াং কুই ও তার পরিবারের চিন যাবার বিষয়ে যথাসম্ভব সাহায্য করছে। তিনি আরও জানান যে চিনা দুতাবাসের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে।
চিনের এই ৫টি অস্ত্রেই চিন্তিত ভারত
১৯৬৩ সাল, সবে মাত্র ভারত-চিন যুদ্ধ শেষ হয়েছে।সীমান্তে পরিস্থিতি থমথমে। এমনই সময় লালফৌজের সৈন্য যুবক ওয়াং কুই ভুল করে ঢুকে পড়েন ভারতের সীমায়। গ্রেপ্তার করা হয় তাঁকে। ছয় বছর ভারতের বিভিন্ন জেলে থাকার পর, পুনর্বাসনের জন্য তাঁকে মধ্যপ্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারপর পার হয়ে গিয়েছে বহু বছর। ভারতকে আপন করে নিয়ে থেকে গেলেন কুই। বিয়ে করে সংসারও শুরু করেন তিনি। এখন মধ্যপ্রদেশের, বালাঘাটে রাজ বাহাদুর নামেই তিনি পরিচিত। ২০১৩ সালে চিন দূতাবাস থেকে একটি পাসপোর্টও পান তিনি। তারপরই ২০১৪ সালে ভারত সরকারের কাছে নিজের দেশে ফিরে যাওয়ার আবেদন জানান তিনি। সব কিছু ঠিক থাকলে এবছরই ওয়াং স্বদেশে ফিরে যেতে পারবেন।
নিশানায় ভারত-আমেরিকা ও জাপান, মহড়ায় নামল চিনের ‘রকেট ফোর্স’
আমেরিকা-চিনের যুদ্ধ হলে জড়াবে আরও ৬ দেশ!
The post ৫৪ বছর পর চিনা বন্দিকে দেশে ফেরাচ্ছে ভারত appeared first on Sangbad Pratidin.