সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে পা দেওয়ার পরদিনই জানিয়েছিলেন দ্রুত কাজে ফিরতে চান তিনি। কিন্ত বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের কাজে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল। সংশয় তৈরি করলেন খোদ বায়ুসেনা প্রধান। কবে কাজে ফিরছেন অভিনন্দন? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে বায়ুসেনা প্রধান বীরেন্দ্র সিং ধানোয়া বললেন, আপাতত ওঁর মেডিক্যাল পরীক্ষা হচ্ছে। পরীক্ষার শেষে রিপোর্ট এলে তবেই বলা যাবে তিনি কবে কাজে ফিরবেন।
[‘পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত সফল’, জল্পনা উড়িয়ে জানালেন বায়ুসেনা প্রধান]
ভেঙে পড়া মিগ বিমান থেকে বেরোতে গিয়ে কোমরে ও শিরদাঁড়ায় গুরুতর চোট পেয়েছিলেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তাঁর শরীরে এখনও যথেষ্ট ব্যথা রয়েছে। সেজন্য তাঁর চিকিৎসা চলবে। এমআরআই রিপোর্টেও চোটের ব্যাপারটি স্পষ্ট হয়ে গিয়েছে। অভিনন্দন আগামী দশ দিন চিকিৎসাধীন থাকবেন দিল্লি ক্যান্টনমেন্টের রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে। চলবে তাঁর ফিজিওথেরাপি এবং ম্যাসাজও। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকরা তাঁকে ছেড়ে দিতে পারেন। সূত্রের খবর, হাসপাতাল থেকে ছাড়া হলেও তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হতে পারে।
[‘প্রস্রাব থেকে ইউরিয়া বানান’, পরামর্শ নীতীন গড়কড়ির]
জানা গিয়েছে, মিগ-২১ বাইসন বিমানটি নিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ার পর ঘাড়ে, শিরদাঁড়ায় ও পাঁজরে গুরুতর চোট পান। ককপিট থেকে বেরোনোর পর তিনি উঠে দাঁড়াতেই পারছিলেন না। এই অবস্থায় তিনি পালাতে গিয়ে ধরা পড়ে যান। তবে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্ক্যান, এমআরআই এবং বায়োলজিক্যাল কিছু পরীক্ষানিরীক্ষার পর নিশ্চিত হওয়া গিয়েছে যে, অভিনন্দনের শরীরে কোনও মাইক্রোচিপ বা বাগ ঢুকিয়ে দেয়নি পাক সেনা বা আইএসআই। তা সত্ত্বেও তাঁর দ্রুত কাজে যোগ দেওয়া নিয়ে সংশয় এখনও কাটছে না। বায়ুসেনা প্রধান জানিয়েছেন, অভিনন্দনের শারীরিক পরীক্ষা চলছে। ওর যা যা চিকিৎসা প্রয়োজন তা দেওয়া হবে বায়ুসেনার তরফে। সুস্থ হলেই তিনি ককপিটে ফিরতে পারবেন।
The post শিরদাঁড়ায় চোট, অভিনন্দনের দ্রুত অপারেশনে ফেরা নিয়ে সংশয়! appeared first on Sangbad Pratidin.