সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেধার জোরে রাজ্যের সেরা কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন। কিন্তু, সবার তো আর এ শহরে থাকার জায়গা নেই। ভরসা কলেজ হস্টেল। কিন্তু, কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্রবাসটির জরাজীর্ণ অবস্থা। প্রাণের ঝুঁকি থাকতে হচ্ছিল পড়ুয়াদের। নতুন হস্টেলের দাবিতে আমরণ অনশনে বসেছিলেন তাঁরা। শেষপর্যন্ত পড়ুয়াদের দাবি মেনে নিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত বিজয় মিছিল করলেন হবু ডাক্তাররা। মিছিলে পা মেলালেন বহু বিশিষ্ট জন ও মেডিক্যাল কলেজে প্রাক্তনীরাও। এদিকে দেবাশিস ভট্টাচার্যের পরিবর্তে রাজ্যের নয়া স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হলেন প্রদীপ মিত্র। একসময়ে এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ছিলেন তিনি।
[ আন্দোলনই সার, যাদবপুরে প্রবেশিকায় অনুপস্থিত ৭৫% পড়ুয়া]
নতুন হস্টেলের দাবিতে মেডিক্যাল কলেজে অনশন। আমরণ অনশনে পড়ুয়ারা। অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। তোলপাড় গোটা রাজ্যে। পড়ুয়াদের পাশে সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীর মতো বিশিষ্টজনেরা। আন্দোলনে সংহতি জানিয়েছিলেন বিরোধীর রাজনৈতিক দলের নেতারাও। মেডিক্যাল কলেজে গিয়ে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেছিলেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমরা। মেডিক্যাল কলেজে অচলাবস্থার প্রতিবাদে বিধানসভা থেকে একযোগে ওয়াকআউট করেন বাম ও কংগ্রেস বিধায়করা। অনশনের ১৪ দিনের মাথায়, সোমবার পড়ুয়াদের দাবি মেনে নেয় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। লিখিত আশ্বাস পেয়ে অনশন প্রত্যাহার করেন পড়ুয়ারা। বিকেলে মেডিক্যাল কলেজে আবির খেলে বিজয়োৎসব পালন করেছিলেন আন্দোলনকারীরা। মঙ্গলবার শহরে রাজপথে বেরোল বিজয় মিছিল। মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। মিছিলে পা মেলালেন বিশিষ্টজন, মানবাধিকার কর্মী ও প্রাক্তনীরা। লাল আবির মেখে গান গাইতে গাইতে মিছিল হাঁটলেন হবু ডাক্তাররা।
এদিকে মেডিক্যাল কাণ্ডের জেরে রাজ্যে সচিব পদে বড়সড় রদবদল ঘটে দিয়েছে। অনিল বর্মাকে সরিয়ে নয়া রাজীব সিনহাকে স্বাস্থ্য সচিবের দায়িত্ব দিয়েছে সরকার। সরিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যকে। মঙ্গলবার ওই পদে প্রদীপ মিত্রের নাম ঘোযণা করে বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দপ্তর। একসময়ে এসএসকেএম-র অধিকর্তা ছিলেন তিনি।
[মিলনদা নেই, থেকে গেল তাঁর ক্যান্টিন আর যাদবপুরের একান্নবর্তী পরিবার]
The post মেডিক্যাল কলেজের পড়ুয়াদের বিজয় মিছিল, শামিল বিশিষ্টজন-প্রাক্তনীরাও appeared first on Sangbad Pratidin.