shono
Advertisement

Breaking News

অগোছালো আলমারি বলে দিতে পারে আপনার মনের কথা

কী বলছেন মনোবিদরা? The post অগোছালো আলমারি বলে দিতে পারে আপনার মনের কথা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:25 PM Oct 26, 2018Updated: 05:25 PM Oct 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজকার অফিসের ব্যস্ততা৷ সপ্তাহান্তে একদিনের ছুটিতে আর ঘর গুছোতে কারই বা মন চায়৷ অথচ উৎসবের মরশুমে বাড়িতে কারও না কারও আসা যাওয়া লেগেই রয়েছে৷ কিন্তু অপরিষ্কার ঘরে তো আর অতিথি আপ্যায়ন সম্ভব নয়৷ এই পরিস্থিতিতে ঘরের অগোছালো জিনিস রাখার একমাত্র জায়গা আলমারি ছাড়া আর কী-ই বা হতে পারে৷ এরপর পরদিন সকালে অফিস যাওয়ার সময় নাজেহাল৷ পোশাক খুঁজে পেতে গিয়ে নাভিশ্বাস উঠছে৷ টপ আছে তো, জিনস নেই৷ আবার জিনস পেলেন তো, টপ নেই৷ সেই পরিস্থিতিতে নিজের উপর নিজেরই রাগ হয়৷ বাড়তি পাওনা অফিস ঢুকতে দেরি হওয়ার জন্য বসের চিৎকার৷

Advertisement

[গৃহস্থালির উপকরণেও এবার ঠাঁই পাচ্ছে পটের আঁকিবুকি]

ভাবছেন শুধু অগোছালো বলেই আপনি এমন সমস্যায় পড়ছেন৷ মোটেও না৷ এ বিষয়ে মনোবিদদের মত একেবারেই অন্যরকম৷ তাঁদের মতে, আপনার বা আপনার কাছের কোনও মানুষের আলমারি যদি অগোছালো অবস্থায় থাকে, তবে তিনি হয় তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছেন৷ আবার কারও কারও আলমারিতে পুরনো পোশাক জমিয়ে রাখার অভ্যাস রয়েছে৷ মনোবিদদের দাবি, যাঁরা পুরনো পোশাক আলমারিতে জমিয়ে রাখেন, তাঁরা নস্ট্যালজিক হন৷ তাঁরা ওই পোশাকের কথা ভেবেই স্মৃতি রোমন্থন করতে ভালবাসেন বলেও দাবি মনোবিদদের৷

[উৎসবের মরশুমে বাড়ির মেকওভার চান? ঘর সাজান আলোয় আলোয়]

মনোবিদদের মতে, যে ব্যক্তি বা মহিলা অবসাদে ডুবে থাকেন, তাঁরা যদি প্রতিদিনের রুটিনে রাখুন আলমারি গোছানোর কাজ৷ তাহলে অবসাদ কেটে গিয়ে, মন ভাল হতে বাধ্য৷ যে মানুষ যত ভাল আলমারি গোছাতে পারেন, তাঁর সততা নাকিও ততটাই বলে দাবি মনোবিদদের৷

The post অগোছালো আলমারি বলে দিতে পারে আপনার মনের কথা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement