shono
Advertisement

পাশবিক! স্ত্রীকে খুন করে ঘিলু মেশানো খাবার খেল স্বামী! খুলি দিয়ে বানাল ছাইদানি!

পুলিশের কাছে নিজের অপরাধ কবুলও করেছে ওই ব্যক্তি।
Posted: 02:13 PM Jul 08, 2023Updated: 02:13 PM Jul 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর মস্তিষ্কের ঘিলু দিয়ে ট্যাকোস (একধরনের মেক্সিকান খাবার) খাওয়া! এবং তাঁর মাথার খুলিকে ব্যবহার ছাইদানি হিসেবে ব্যবহার করা! এমনই হাড়হিম অভিযোগ উঠল মেক্সিকোর (Mexico) এক ব্যক্তির বিরুদ্ধে। নিজের অপরাধ সম্পর্কে বলতে গিয়ে তার দাবি, শয়তানের নির্দেশেই এমন কাজ করেছে সে!

Advertisement

অ্যালভারো নামের ওই ৩২ বছরের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ‘কাণ্ড’ দেখে থ তদন্তকারীরা। জানা যাচ্ছে, কোনও নিষিদ্ধ নেশার ফলেই সে সমস্ত চৈতন্য হারিয়ে ফেলেছিল। অভিযোগ, সেই অবস্থাতেই গত ২৯ জুন স্ত্রী বছর আটত্রিশের মারিয়াকে খুন করে সে। ওই মহিলারর পাঁচটি সন্তান রয়েছে, যাদের বয়স ১২ থেকে ২৩ বছরের মধ্যে।

[আরও পড়ুন: ভরা কামরায় ‘পোল ডান্স’ দুই তরুণীর! রিলস বানানোর নতুন ঠিকানা এখন দিল্লি মেট্রো]

জানা যাচ্ছে, পুলিশের কাছে নিজের অপরাধ কবুল করেছে অ্যালভারো। জানিয়েছে, স্ত্রীকে খুন (Murder) করে তাঁর দেহ খণ্ড খণ্ড করে প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলেছিল সে। এরপর তাঁর মস্তিষ্কের ঘিলু দিয়ে ট্যাকোস খাওয়ার পাশাপাশি খুলির অংশকে ছাইদানি হিসেবে ব্যবহারও করে।

খুনের দিন দুয়েক পরে মহিলার এক সৎ মেয়েকে ফোন করে সে জানিয়ে দেয়, দ্রুত এসে নিজের মায়ের দেহ নিয়ে যেতে! বলে ওঠে, ”আমি ওকে খুন করে ব্যাগে ভরে রেখেছি, নিয়ে যেও।” নিহত মহিলার মায়ের দাবি, তাঁর জামাই সব ধরনের নেশা করত। কোকেনের পাশাপাশি হেন নেশা ছিল না যা সে করত না। আর সেই কারণেই মানসিক অস্থিরতায় ভুগত সে। অভিযোগ, সৎ মেয়েদের শারীরিক ও যৌন নির্যাতনও করত ওই ব্যক্তি। পাশাপাশি পুলিশের ধারণা ‘কালো জাদু’ বা অতিপ্রাকৃতের চর্চাও করত সে। স্ত্রীর দেহ নিয়ে এমন কাণ্ডের পিছনেও তেমন কিছু ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: পেনশন মেলেনি পুলিশ পরিবারে, হাই কোর্টে ‘অবাক’ হাজিরা দুই আমলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement