আলো-আঁধারি ছবিতে শীতকালীন শহরে উষ্ণতা বাড়ালেন মিমি, দেখুন অ্যালবাম
অভিনেত্রীর নতুন ফটোশুট না দেখলেই মিস!
Tap to expand
কালো রং বরাবরই মিমি চক্রবর্তীর প্রিয়। এর আগেও একাধিকবার কালো পোশাকে মুগ্ধ করেছেন অভিনেত্রী।
Tap to expand
এবারও ভি কাট স্কার্ট এবং স্লিভলেস ব্লাউজে ম্যাজিক দেখালেন মিমি। তাঁর পোশাকের সঙ্গে থাকা ওড়না যেন লুকে আরও অতিরিক্ত মাত্রা যোগ করেছে।
Tap to expand
বৃহস্পতিবার কালো পোশাকে স্পেশাল ফটোশুটের একগুচ্ছ ছবি দিয়েছেন মিমি চক্রবর্তী। সেখানেই দেখা গেল রকমারি পোজে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী।
Tap to expand
মিমি চক্রবর্তী যেন কোনও রূপকথার পরী হয়ে উঠেছেন এই ফটোশুটে।
Tap to expand
কখনও প্রিয় পোষ্যর সঙ্গে লেন্সবন্দি হয়েছে তাঁর খুনসুঁটি, আবার কখনও বা যৌবনের মায়াজালে অনুরাগীদের জড়িয়েছেন তিনি ।
Tap to expand
জলপাইগুড়ির মেয়ে মিমি। পড়াশোনা করবেন বলেই কলকাতায় এসেছিলেন। কিন্তু চোখে তাঁর ছিল গ্ল্যামার দুনিয়ার স্বপ্ন। পড়ার ফাঁকেই নাকি দিতেন অডিশন।
Tap to expand
মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। তার পর ছোটপর্দায় শুরু হয় 'গানের ওপারে' অধ্যায়। সিরিয়ালে নজর কাড়েন।
Tap to expand
২০১২ সালে 'বাপি বাড়ি যা' সিনেমার মাধ্যমে বড়পর্দার যাত্রা শুরু মিমির। এর পর 'বোঝেনা সে বোঝেনা', 'প্রলয়' থেকে 'রক্তবীজ', 'আলাপ', 'তুফান'-এর মতো একাধিক সিনেমার মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি মিমিকে। (ছবি: ইনস্টাগ্রাম)
Published By: Sandipta BhanjaPosted: 08:48 PM Dec 12, 2024Updated: 08:48 PM Dec 12, 2024
অভিনেত্রীর নতুন ফটোশুট না দেখলেই মিস!