shono
Advertisement

দিল্লির আমলাদের আটকে মুম্বই হামলার ছক কষেছিল পাকিস্তান!

কাসভরা যখন মুম্বইয়ে রক্ত ঝরাচ্ছে তখন ভারতীয় কূটনীতিকদের দুর্দান্ত আতিথেয়তা দিয়ে বিলাসবহুল রিসর্টে রেখেছিল পাক সরকার৷ তবে তাঁদের যাবতীয় গতিবিধি ছিল আইএসআই-এর নজরদারিতে৷ যার ফলে একদিন পরে মুম্বইয়ে জঙ্গি হামলার খবরটি পান পাক সফরে ব্যস্ত ভারতীয় আমলারা৷ The post দিল্লির আমলাদের আটকে মুম্বই হামলার ছক কষেছিল পাকিস্তান! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:45 PM Jun 12, 2016Updated: 09:23 AM Jun 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার সময় পাকিস্তানের শৈলশহর মুরি-তে বসে ছুটি কাটাচ্ছিলেন ভারতীয় কূটনীতিকরা৷ শুক্রবার একটি সর্বভারতীয় সংবাদসংস্থা এই খবর ফাঁস করায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে৷ জানা গিয়েছে, ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন ইস্যুগুলি নিয়ে আলোচনা করতে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব মধুকর গুপ্তার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল পাকিস্তান সফরে গিয়েছিলেন৷ সঙ্গে ছিলেন অতিরিক্ত সচিব আনোয়ার এহসান আহমেদ, যুগ্ম সচিব দীপ্তিবিলাস-সহ আরও তিন জন কূটনীতিক৷ তখন তাঁরা তো দূরের কথা ভারতীয় গোয়েন্দারাও ঘুণাক্ষরে টের পাননি কি বিপদ আসতে চলেছে৷ কর্মসূচি ও আলোচনার প্রয়োজনে ভারতীয় কূটনীতিকদের পাক সফরের সময়সীমা আরও এক দিন বাড়ানো হয়৷ ২৫ নভেম্বর বৈঠক শুরু হয়৷ ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা চালায় আইএসআই মদতপুষ্ট পাক জঙ্গিরা৷ অর্থাৎ একদিকে হাসিমুখে কূটনীতির সৌজন্য ও আলোচনার টেবিলে ভারতকে ব্যস্ত রাখা অন্যদিকে, পিছন থেকে ছুরি মেরে রক্তাক্ত করা৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রাক্তন সহকারী সচিব আরভিএস মণি জানিয়েছেন, প্রধানমন্ত্রী বাজপেয়ীর জমানায় পাক সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশারফ লাহোর বাসযাত্রার সুযোগ নিয়ে ঠিক যা করেছিলেন, ২০০৮ সালেও আড়াল থেকে একইভাবে ছুরি মারল পাক সেনা ও আইএসআই৷ যা অনুমান করতে ব্যর্থ হন ভারতীয় কূটনাতিকরা৷ কাসভরা যখন মুম্বইয়ে রক্ত ঝরাচ্ছে তখন ভারতীয় কূটনীতিকদের দুর্দান্ত আতিথেয়তা দিয়ে বিলাসবহুল রিসর্টে রেখেছিল পাক সরকার৷ তবে তাঁদের যাবতীয় গতিবিধি ছিল আইএসআই-এর নজরদারিতে৷ যার ফলে একদিন পরে মুম্বইয়ে জঙ্গি হামলার খবরটি পান পাক সফরে ব্যস্ত ভারতীয় আমলারা৷
আরভিএস মণি জানিয়েছেন, অনেকেরই ধারণা ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রককে অকেজো করে রাখতেই আলোচনার অছিলায় এক দিনের জন্য আটকে রেখেছিল পাকিস্তান৷ পাক সরকার এটা করেছিল তাদের সেনাকর্তা ও আইএসআই-এর নির্দেশেই৷ কারণ চক্রান্তের জাল ছিল অনেক গভীরে৷ পাক সেনাকর্তারা ও আইএসআই জানত, ভারতে হিন্দু, ইহুদি ও আমেরিকানদের ধরে ধরে খতম করবে লস্কর জঙ্গিরা৷
মণি বলেন, পরে ভারতীয় গোয়েন্দারা একটি চমকপ্রদ তথ্য পান৷ সেটি হল, মুম্বইয়ে হামলা রুখতে স্বরাষ্ট্রমন্ত্রকের কন্ট্রোল রুমে ছিলেন বিএসএফ, সিআরপিএফ ও আইটিবিপি-সহ আধাসামরিক বাহিনীর কর্তারা৷ ঠিক কী কী পদক্ষেপ করতে হবে তা জানতে তাঁরা বার বার ইসলামাবাদে বড় কর্তাদের ফোনে ধরার চেষ্টা করছিলেন৷ সারাদিনে বহুবার চেষ্টা করেও ভারতীয় অফিসারদের ধরতে পারেননি তাঁরা৷ কারণ অফিসারদের পাক সরকার ইচ্ছাকৃতভাবে এমন নির্জন জায়গায় রেখেছিল যেখানে মোবাইল টাওয়ারই ছিল না পুরো দু’দিন৷ পরে তাঁরা ইসলামাবাদে ফিরে প্রচুর মিসড কল অ্যালার্ট পান৷ সেই সময় বাধ্য হয়ে আধাসামরিক কর্তারা প্রোটোকল ভেঙে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিলের সঙ্গে যোগাযোগ করে আধা সেনা নামানোর নির্দেশ নেন৷ তার মানে হামলার সময় পাকিস্তান খুব কায়দা করে এক দিনের জন্য ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নেতৃত্বহীন করে দিয়েছিল৷

Advertisement

The post দিল্লির আমলাদের আটকে মুম্বই হামলার ছক কষেছিল পাকিস্তান! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement