সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা, মুসলমান এবং শরণার্থীদের অপছন্দের ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। তাঁদের অভিযোগ, আপদে-বিপদে আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট তাঁদের পাশে দাঁড়াবেন না। কিন্তু সেই ধারণা একেবারেই ভুল প্রমাণ করে দিলেন এক মডেল। তিনি যা করলেন, তা সচরাচর কোনও মডেল করবেন বলে মনে হয় না।
দিনটা ছিল ৮ নভেম্বর ২০১৬। ব্রাজিলের বুমবুম প্রতিযোগিতায় সেরার সেরা হয়েছিলেন এরিকা কানেলা। আর তারপরই নিজের পিঠে একটি নতুন ট্যাটু বানিয়ে ফেললেন। কী বানালেন? জানলে অবাক হতেই পারেন। নিজের পিঠে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ এঁকেছেন তিনি। কেন করলেন এমনটা এরিকা? আসলে ওই দিনই হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। আর সেদিনই বুমবুম প্রতিযোগিতায় সেরার মুকুট মাথায় তুলেছিলেন তিনি। তাই এই জয় ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। আর সেই কারণেই এমন ট্যাটু এঁকেছেন তিনি।
(কোয়ান্টিকোর সেটে দুর্ঘটনা, জখম প্রিয়াঙ্কা চোপড়া)
তবে ২০ বছরের এরিকা জানিয়েছেন ট্যাটুটি বানানোর পিছনে আরও একটি কারণ রয়েছে। তাঁর মতে, ৭০ বছরের ট্রাম্প দারুণ আকর্ষণীয়। তাই সবসময় তাঁকে সঙ্গে রাখতে চান তিনি।
(যৌনতা নিয়ে স্বীকারোক্তির পর কাজল সম্পর্কেও বিস্ফোরক করণ)
The post জানেন, পিঠে কী ট্যাটু করলেন এই মডেল? appeared first on Sangbad Pratidin.