shono
Advertisement

কলকাতার ব্যবসায়ীকে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার আইজলের লালম পুঁইয়া

কোটির টাকার পণ্যের বরাত দিয়েও টাকা না দেওয়ার অভিযোগ।
Posted: 10:31 AM Jan 21, 2024Updated: 10:31 AM Jan 21, 2024

অর্ণব আইচ: বাংলার ব্যবসায়ীকে প্রতারণার দায়ে গ্রেপ্তার মিজোরামের যুবক। কোটির টাকার পণ্যের বরাত দিয়েও টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে আইজলে হানা দেয় কলকাতা পুলিশ। সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে।

Advertisement

ফুলবাগান থানা সূত্রে খবর, অভিযুক্ত মিজোরামের বাসিন্দা লালম পুঁইয়া। মেট্রোপলিসের কাছে এক ফুল ব্যবসায়ীকে কোটি টাকার বরাত দিয়েছিলেন। প্রথমে কথা অনুযায়ী টাকাও দিয়েছিলেন মিজোরামের যুবক। সময় মতো জিনিসপত্র সরবরাহ করে দেন কলকাতার ব্যবসায়ী। কিন্তু তার পর আর টাকা মেটায়নি অভিযুক্ত। কলকাতার ব্য়বসায়ী চাপ দিতেই ব্যাঙ্কের ভুয়ো তথ্য পাঠান লালম। এর পরই ফুলবাগান থানার দ্বারস্থ হন কলকাতার ‘প্রতারিত’ ব্যবসায়ী।

[আরও পড়ুন: প্যালেস্টাইনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শংকরের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে তৎপর ভারত]

অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ। শেষপর্যন্ত শুক্রবার আইজলে হানা দেয় কলকাতা পুলিশ। অভিযুক্ত লালম পুঁইয়াকে গ্রেপ্তার করে। ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে কলকাতায় আনা হয়েছে। তাঁকে জেরা করা হচ্ছে।

[আরও পড়ুন: যুদ্ধ কি লাগল বলে? হামলা-পালটা হামলার মাঝেই ইরানের সঙ্গে বৈঠক পাকিস্তানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement