shono
Advertisement

হাই কোর্টের নির্দেশে তৎপরতা, বুলডোজার দিয়ে ভাঙা হল বিধায়ক জীবনকৃষ্ণের ‘বেআইনি’ কার্যালয়

বহু টালবাহানার পর অবশেষে সমস্যার সমাধান।
Posted: 05:02 PM Jun 08, 2023Updated: 05:02 PM Jun 08, 2023

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: বহু টালবাহানার পর অবশেষে সমস্যার সমাধান। আদালতের নির্দেশে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কার্যালয়। বৃহস্পতিবার সকাল থেকেই ৫টি বুলডোজারের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় কার্যালয়টি।

Advertisement

বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে অভিযোগ, তাঁর ওই কার্যালয়টি বেআইনিভাবে অন্যের জমিতে গড়ে তোলা হয়। অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টেও। গত ২৪ মে কলকাতা হাই কোর্ট এই অবৈধ ভবনটি ভাঙার নির্দেশ দেয়। কিন্তু তারপরেও আইনি জটিলতায় পড়তে হয়েছিল স্থানীয় প্রশাসনকে। এমনকি কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও মামলার জল গড়ায়।

[আরও পড়ুন: কয়লা কাণ্ডে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, হাসিমুখে ED দপ্তর থেকে বেরলেন অভিষেকপত্নী রুজিরা]

বৃহস্পতিবার অবৈধ ওই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। কড়া পুলিশি নিরাপত্তায় ৫টি বুলডোজারের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় কার্যালয়টি। যদিও বড়ঞা ব্লক তৃণমূল সহ সভাপতি তথা বড়ঞা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম জানিয়েছেন, “এটি কোন দলীয় কার্যালয় ছিল না। এখানে দলীয় বিভিন্ন কার্যকলাপ চলত। দলীয় কার্যালয় বলে এটাকে দলের দুর্নাম করার চেষ্টা করা হচ্ছে। আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় পোস্টার, ব্যানার টানিয়ে পথসভা, বৈঠক করি। আমরা ওখানে বসতাম। আলাপ আলোচনা করতাম। তবে এটা কার্যালয় নয়।”

[আরও পড়ুন: ‘দেশে পরিবর্তন আসছে’, রাহুলের পর এবার হুঁশিয়ারি শরদ পওয়ারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement