সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে বল হাতে নামার জন্য শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে বাধ্য হলেন মহম্মদ শামি (Mohammed Shami)। সোমবার, ২৬ ফেব্রুয়ারি তাঁর গোড়ালির অস্ত্রোপচার সম্পন্ন হয়। অ্যাকিলিস টেন্ডন মেরামতের জন্য গোড়ালিতে অপারেশন করালেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা পেসার। সেই অস্ত্রোপচার সফল হয়েছে। তবে তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং বল হাতে বাইশ গজের যুদ্ধে নামতে সময় লাগবে। এমনটাই শোনা গিয়েছে।
অস্ত্রোপচারের পর নিজের X হ্যান্ডেলে ছবি দিয়ে সেই বার্তা দিয়েছেন ‘সহেসপুর এক্সপ্রেস’।নিজের X হ্যান্ডেলে শামি লিখেছেন, ‘আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন সম্পন্ন হয়েছে। এর পর সুস্থ হয়ে ওঠার জন্য কিছুটা সময় লাগবে তবে আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’
[আরও পড়ুন: জোমাটোর জালিয়াতির বিরুদ্ধে সরব দীপক চাহার! বোমা ফাটালেন সোশাল মিডিয়ায়]
আইপিএল (IPL 2024) থেকে আগেই ছিটকে গিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার খুব একটা সম্ভাবনা নেই। যদিও শামি প্রবলভাবে চাইছেন টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিততে। গত বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছেন। ভারতের ফাইনাল খেলার নেপথ্যে তাঁর বড়সড় ভূমিকা ছিল। কিন্তু ফাইনালের হারটা যাবতীয় স্বপ্ন চুরমার করে দিয়ে যায়। এখন যা পরিস্থিতি, তাতে বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুব একটা নেই শামির। শোনা গেল, ভারতীয় পেসার ঘনিষ্ঠমহলে বলেছেন, তিনি নিজেও প্রচণ্ড হতাশ। কিন্তু কিছু করারও নেই। কারণ চোট-আঘাতের ব্যাপারটা কারও নিয়ন্ত্রণে থাকে না।
যা শোনা গেল, তাতে চোট সারিয়ে পুরো ফিট হতে কয়েক মাস সময় লেগে যাবে। শামি অবশ্য অস্ত্রোপচারের পর প্রাথমিক রিহ্যাবটা ইংল্যান্ডেই করবেন বলেই বোর্ড সূত্র মারফত জানা গেল। যা খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরার কথা ভারতীয় পেসারের। তারপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলবে মাঠে ফেরার প্রস্তুতি।
গত বিশ্বকাপে শুরুর দিকে তাঁকে বসে থাকতে হয়েছিল। তবে মাঠে নেমেই নিজেকে ফের প্রমাণ করেছিলেন ‘সহেসপুর এক্সপ্রেস’। মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন তিনি। সেরা পারফরম্যান্স ছিল সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ৫৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন। তবে কাপ যুদ্ধের পর থেকে মাঠের বাইরেই ছিলেন তিনি। আর এখন শোনা যাচ্ছে তিনি আইপিএলে খেলতে পারবেন না।