shono
Advertisement
IPL 2025

'শেষ পর্যন্ত থাকলেও কিছু করতে পারত না', ধোনিকে বেলাগাম আক্রমণ শেহওয়াগের

সিএসকে'র পারফরম্যান্সে তুমুল হতাশ বীরু।
Published By: Prasenjit DuttaPosted: 11:28 AM Apr 12, 2025Updated: 11:28 AM Apr 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতৃত্বে ফিরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু প্রত্যাবর্তনের দিনেই কেকেআরের কাছে লজ্জার হার সিএসকে'র। চিপকের মাঠে সবচেয়ে কম রান করার লজ্জার নজির গড়েছে। চার বলে মাত্র ১ রানে আউট হয়েছেন ধোনি। যদিও সেই আউট নিয়ে সংশয়। 'আলট্রা এজ' দেখার পর নেটপাড়ায় শুরু হয়েছে বিতর্ক। যদিও, বীরেন্দ্র শেহওয়াগ এসব তোয়াক্কা না করে সরাসরি আক্রমণ করে বসেন ধোনিকে।

Advertisement

ধোনি যদি শেষ পর্যন্ত থাকতেন, তাহলে কি তিনি ম্যাচ বাঁচাতে পারতেন? প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার শেহওয়াগ। মাহিকে বেলাগাম আক্রমণ করে তিনি বলেন, "ধোনি শেষ পর্যন্ত থাকলেও মনে হয় না সিএসকে'কে বাঁচাতে পারত। ও আউট না হলে বড় জোর ১৩০ রান হত। কেকেআর কিন্তু মাত্র ১০.১ ওভারে ১০৪ তাড়া করেছে। বাড়তি রান তাড়া করতেও বেশি সময় লাগত না। একটাই পার্থক্য হত, আমরা সাড়ে ১১টায় লাইভে আসতে পারতাম।" তাঁর এই মন্তব্য থেকে পরিষ্কার, ধোনি তো বটেই, সিএসকে'র পারফরম্যান্স নিয়ে তুমুল হতাশ বীরু।

চিপকে এর আগে কখনও টানা তিনটি ম্যাচ হারেনি সিএসকে। শুক্রবার কেকেআর ম্যাচে ৭২ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা। সেই সময়ে ব্যাট করতে নামেন 'থালা'। গোটা স্টেডিয়াম 'ধোনি-ধোনি' শব্দব্রহ্মে তাঁকে স্বাগত জানায়। যদিও তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র চার বল খেলে সুনীল নারিনের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। সিএসকে'র রান তখন ৭৫/৮। 

নারিনের যে বলটিতে ধোনি লেগ বিফোর হন, তা নাকি ব্যাটে লেগেছিল। ধোনি রিভিউ নেন। কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে থার্ড আম্পায়ারও তাঁকে আউট দেন। যদিও আলট্রা এজ দেখে অনেকেই এই আউট নিয়ে সন্দিহান। কারণ যে 'স্পাইক' দেখা গিয়েছে, তাতে মনে হয়েছে সিএসকে অধিনায়ক আউট ছিলেন না। আর এরপরেই শুরু হয়েছে বিতর্ক। যদিও সেসব বিতর্কের ধার ধারেননি না বীরু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চার বলে মাত্র ১ রানে আউট হয়েছেন ধোনি।
  • যদিও সেই আউট নিয়ে সংশয়।
  • 'আলট্রা এজ' দেখার পর নেটপাড়ায় শুরু হয়েছে বিতর্ক।
Advertisement