সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার কলকাতায় সংঘপ্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। সাত দিনের মাথায় অমিত শাহ। তেতে ওঠা রাজ্য রাজনীতির মঞ্চে জল্পনার নয়া রসদ জোগাচ্ছে গেরুয়া শিবিরের সফরসূচি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার কনভয়ে হামলা নিয়ে রাজ্য রাজনীতি তেতে উঠেছে। আর তার মধ্যেই দু’দিনের সফরে বাংলায় ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাজ্য বিজেপি সূত্রে এমনটাই দাবি। এদিন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, আগামী শনিবার, ১৮ তারিখ রাতে কলকাতা আসছেন শাহ। ১৯ তারিখ বনগাঁয় মতুয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২০ ডিসেম্বর বোলপুরে বিশ্বভারতীর এক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। যদিও এবিষয়ে কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অমিত শাহর (Amit Shah) বঙ্গ সফর নিয়ে রাজ্য বিজেপির দাবির মাঝেই শনিবার কলকাতায় দু’দিনের সফরে আসছেন সংঘপ্রধান মোহন ভাগবত। জানা গিয়েছে, শনিবার দুপুরে গুয়াহাটি থেকে কলকাতা পৌঁছনোর পর বিকেলে বণিকসভার উদ্যোগে পার্ক সার্কাসে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সূত্রে জানানো হয়েছে, এবারের সফরে শহরের যুব সম্প্রদায়ের বেশ কয়েকজন সফল ও সামাজিক পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বের সঙ্গে মিলিত হবেন। তেজেন্দ্রনারায়ণ মজুমদার-সহ বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বর সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর। তবে সাংগঠনিকভাবে কোনও সর্বজনীন অনুষ্ঠানের আয়োজন এবারে সফরে করা হচ্ছে না বলে জানা গিয়েছে। সোমবার সকালে হায়দরাবাদ হয়ে নাগপুর ফিরে যাওয়ার কথা ভাগবতের।
[আরও পড়ুন: ‘মানুষের কাজ করার জন্য অনেক পথ খোলা’, ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য মন্ত্রী রাজীবের]
এদিকে রাজ্য বিজেপির (BJP) একাধিক নেতা শাহর বাংলায় আসার কথা জানালেও সরকারিভাবে তার কোনও স্বীকৃতি মেলেনি। দিল্লিতে শাহর দপ্তর থেকে কলকাতার দলীয় কার্যালয়ে কোনও সফরসূচিও এসে পৌঁছয়নি। ধোঁয়াশা রয়েছে ২০ ডিসেম্বর বোলপুরের কর্মসূচি নিয়েও। বিশ্বভারতীর পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক মাহাতো বলেছেন, এরকম কোনও তথ্য তাঁর জানা নেই। রাজ্য বিজেপির একটি সূত্র জানাচ্ছে, অমিত শাহর এবারের সফর দলীয় কর্মসূচিভিত্তিক। দু’দিনে বেশ কয়েকটি দলীয় বৈঠক করবেন। দলের জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক আলোচনা হওয়ার কথা রয়েছে শাহর।