সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থগিত মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির মিটিং। আজ ক্লাব তাঁবুতে দুপুর সাড়ে তিনটে থেকে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেটা আপাতত হচ্ছে না। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, সচিব অসুস্থ। তাই বৈঠকটি স্থগিত রাখা হয়েছে। অনুমান করা হয়েছিল, এই বৈঠক থেকে মোহনবাগানের নির্বাচনের দিনক্ষণ জানা যেত। বৈঠক কবে হবে, সেটা ক্লাবের তরফ থেকে পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
গত মঙ্গলবার মোহনবাগান ক্লাব নোটিস জারি করে ১৭তম এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের কথা জানিয়েছিল। যেখানে জানুয়ারি মাসে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় উঠে আসা বিষয়গুলো নিয়ে এখানে আলোচনার কথা জানানো হয়েছিল। বার্ষিক সভার মূল বিষয় ছিল মোহনবাগানের নির্বাচন। ফলে ওয়াকিবহাল মহলের অনুমান ছিল, এদিনের বৈঠকের মূল বিষয় হতে পারত নির্বাচন। সময়মতো নির্বাচন করিয়ে নতুন কমিটি গঠন করার দাবিতে বার্ষিক সাধারণ সাধারণ সভায় সরব হয়েছিলেন সমর্থকদের একটা বড় অংশ। কিন্তু আপাতত তার উত্তর পাওয়া গেল না।
মোহনবাগানের তরফ থেকে জানানো হয়েছে, 'আজ দুপুর সাড়ে তিনটে থেকে ১৭তম এক্সিকিউটিভ কমিটি মিটিং ক্লাব তাঁবুতে হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত রাখা হয়েছে। কারণ, সচিব আচমকা অসুস্থ হয়ে পড়েছেন। বৈঠকের পরবর্তী দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।' উল্লেখ্য, ২৮ মার্চ শেষ হচ্ছে মোহনবাগানের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ। ফলে নতুন নির্বাচনের দাবি ক্রমশ জোরদার হচ্ছে। বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস রীতিমতো রুলবুক তুলে বুঝিয়ে দিয়েছিলেন, সোসাইটি হিসাবে রেজিস্টার্ড কোনও ক্লাবের কার্যকরী কমিটিই তিন বছরের বেশি ক্ষমতা ভোগ করতে পারে না। তাই ক্লাবে দ্রুত নির্বাচন হওয়া উচিত। আশা করা গিয়েছিল, এদিনের মিটিং থেকে সেই দিকনির্দেশ পাওয়া যাবে। কিন্তু সেটা আপাতত হচ্ছে না।