shono
Advertisement
Mohun Bagan

রাজদীপের পাঁচ তারা পারফরম্যান্স, এবার AIFF জুনিয়র লিগে ১০ গোল মোহনবাগানের

সিনিয়র দল হোক বা বয়সভিত্তিক প্রতিযোগিতা, সবুজ-মেরুনের দাপট অব্যাহত।
Published By: Arpan DasPosted: 02:34 PM Feb 17, 2025Updated: 02:34 PM Feb 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়দানে মোহনবাগান যেন অশ্বমেধের ঘোড়া। সিনিয়র দল হোক বা বয়সভিত্তিক প্রতিযোগিতা, সবুজ-মেরুনের দাপট অব্যাহত। এবার এআইএফএফ জুনিয়র লিগে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে ১০-১ গোলে জিতল মোহনবাগানের ছোটরা। যার মধ্যে একা রাজদীপ পালেরই পাঁচ গোল।

Advertisement

এর আগে অনূর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে চার গোল দিয়েছিল মোহনবাগান। সবুজ-মেরুন শিবির জিতেছিল ৪-২ গোলে। তারপর মহামেডানকে ৫ গোল ও বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিকে ৪ গোল দিয়েছিল রোহিত বর্মণরা। এবার তাদের ঝড়ে উড়ে গেল বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমি। অর্থাৎ জুনিয়র লিগে এখনও অপরাজিত মোহনবাগান।

বাঁশবেরিয়ার কিশোর সংঘ মাঠে সবুজ-মেরুনের হয়ে ৫টি গোল রাজদীপ পালের। জোড়া গোল রোহিতের। একটি করে গোল ঐশিক রায়চৌধুরী, সুরজ হালদার ও দীপ্র সরকারের। ১৬ মিনিটে প্রথম গোল করে দীপ্র। তারপর ২৪ ও ৪১ মিনিটে গোল রাজদীপের। মাঝে ৩৪ মিনিটে একটি গোল রোহিতের। ৫৯ মিনিটে হ্যাটট্রিক করে রাজদীপ। ৬৮ মিনিটে চতুর্থ গোল। শেষ ১০ মিনিটে চারটি গোল করে মোহনবাগান। বিধাননগর মিউনিসিপালের হয়ে একটি গোল অয়ন করণের।

চার ম্যাচের চারটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান। গোল করেছে ২৩টি। হজম করেছে মাত্র ৪টি। তার মধ্যে একা রাজদীপেরই গোল ১২টি। ইস্টবেঙ্গলের পর মহামেডানের বিরুদ্ধেও হ্যাটট্রিক ছিল তাঁর। আর এদিন করলেন পাঁচ-পাঁচটি গোল। শুধু অনূর্ধ্ব-১৫ নয়, অনুর্ধ্ব-১৭ বা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগেও ছুটছে মোহনবাগানের অশ্বমেধের ঘোড়া। আর আইএসএলে লিগ শিল্ড জয় সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ময়দানে মোহনবাগান যেন অশ্বমেধের ঘোড়া।
  • এবার এআইএফএফ জুনিয়র লিগে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে ১০-১ গোলে জিতল মোহনবাগানের ছোটরা।
  • যার মধ্যে একা রাজদীপ পালেরই পাঁচ গোল।
Advertisement