shono
Advertisement
East Bengal

প্রস্তুতি ম্যাচে কোচ অস্কারের সঙ্গে বচসা ক্লেটনের, সুপার কাপের আগে অশান্তি ইস্টবেঙ্গলে!

সুপার কাপের আগের দিন অর্থাৎ ১৯ এপ্রিল ওড়িশা পৌঁছবে ইস্টবেঙ্গল।
Published By: Arpan DasPosted: 09:14 PM Apr 13, 2025Updated: 09:15 PM Apr 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার কাপ শুরু হতে আর সপ্তাহ খানেক বাকি। প্রথম দিনেই কেরালার মুখোমুখি ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজোর অধীনে প্রস্তুতিও চলছে। কিন্তু সেখানে আচমকাই অশান্তির পরিবেশ। মাঠের মধ্যেই কোচের সঙ্গে বচসা ক্লেটন সিলভার। এমনকী মাঠ ছেড়ে উঠেও যান তিনি।

Advertisement

আইএসএলে এবারও সুপার সিক্স অধরা। ডুরান্ডের ফল লাল-হলুদের পক্ষে যায়নি। ফলে সমর্থকদের মুখে হাসি ফোটানোর একমাত্র উপায় সুপার কাপে ভালো ফল করা। তার উপর আবার ইস্টবেঙ্গল গতবারের চ্যাম্পিয়ন। ফলে একটা বাড়তি চাপ তো থাকবেই। গতবার সুপার কাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন ক্লেটন সিলভা। এবার তাঁর ফর্ম কহতব্য নয়।

যদিও মরশুমের শেষ পরীক্ষার আগে চর্চায় অস্কার-ক্লেটন দ্বন্দ্ব। এদিন ইস্টবেঙ্গল প্রস্তুতি ম্যাচ খেলে চেন্নাইয়িন এফসি'র সঙ্গে। সেখানে আনোয়ার আলির গোলে জেতে অস্কারের দল। সমস্যা বাঁধে ক্লেটনকে বদলি হিসেবে নামানোর সময়। যে পজিশনে খেলতে নামানো হয়, তা একেবারেই পছন্দ হয়নি লাল-হলুদ স্ট্রাইকারের। সেই নিয়ে বচসা বাঁধে। এমনকী ম্যাচ ছেড়ে বেরিয়েও যেতে চান তিনি। অস্কারও ক্লেটনকে তুলে অন্য একজন ফুটবলারকে নামান।

২০ তারিখ থেকে শুরু সুপার কাপ। প্রথম দিনই মাঠে নামবে ইস্টবেঙ্গল। অথচ তার আগের দিন অর্থাৎ ১৯ তারিখ ওড়িশা পৌঁছবেন আনোয়াররা। কিন্তু এদিনের ঘটনার পর সেই দলে কি ক্লেটন থাকবেন? ছবিটা অবশ্য খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে। গোটা আইএসএলে ক্লেটন একটাও গোল পাননি। তবে দুটো অ্যাসিস্ট রয়েছে তাঁর নামে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপার কাপ শুরু হতে আর সপ্তাহ খানেক বাকি। প্রথম দিনেই কেরালার মুখোমুখি ইস্টবেঙ্গল।
  • অস্কার ব্রুজোর অধীনে প্রস্তুতিও চলছে। কিন্তু সেখানে আচমকাই অশান্তির পরিবেশ।
  • মাঠের মধ্যেই কোচের সঙ্গে বচসা ক্লেটন সিলভার। এমনকী মাঠ ছেড়ে উঠেও যান তিনি।
Advertisement