পরনে নীলাম্বরী! শারদীয়ার মেজাজ হোক মনামীর মতো
পারফেক্ট সাজে সবসময় ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। শেয়ার করেছেন একাধিক ছবি।
Tap to expand
টলিপাড়ার স্টাইল আইকন মনামী ঘোষকে বলাই যায়। পারফেক্ট সাজে সবসময় ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। পুজোর আগেই হয়ে উঠলেন নীলাম্বরী।
Tap to expand
ঝকঝকে আকাশের নিচে পিচের রাস্তা। তার মাঝেই নীল শাড়ি পরে ক্যামেরাবন্দি অভিনেত্রী। সূতির এই শাড়ির সঙ্গে মানানসই সাদা ফুলস্লিভ ব্লাউজ।
Tap to expand
এমন সাজের সঙ্গে গয়নার প্রাধান্য খুব একটা থাকে না। মনামীরও হাতে-গলায় গয়নার কোনও আড়ম্বর নেই। শুধু দুই কানে রয়েছে ঝুমকো।
Tap to expand
তবে মনামীর জুটের ব্যাগটি বেশ স্টাইলিশ। তাকে কম্প্লিমেন্ট করছে চোখের সানগ্লাস ও ঠোঁটের ভাইব্রেন্ট লাল লিপস্টিক। ছবির ক্যাপশনে অভিনেত্রীর বার্তা, 'মনের উড়ান'।
Tap to expand
চলতি বছরে মনামী অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' ছবিতে। মৃণাল সেনের জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে গীতা সেনের ভূমিকায়। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 03:30 PM Sep 17, 2024Updated: 03:35 PM Sep 17, 2024
পারফেক্ট সাজে সবসময় ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। শেয়ার করেছেন একাধিক ছবি।