সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক করোনা (Corona Virus) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩, ০৪৬ জন, যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। তবে কমেছে টেস্টিংও। একইভাবে অত্যন্ত সামান্য হল নিম্নমুখী মৃত্যুও। একদিনে করোনার বলি হয়েছেন ১৪৮ জন। সুস্থতার হার পেরিয়েছে ৯০ শতাংশের গণ্ডি।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ২,৯৭৫ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। তবে দীর্ঘদিন পর উঃ ২৪ পরগনার দৈনিক সংক্রমণ তিনহাজারের নিচে। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১,৪৮৯ জন। অর্থাৎ একধাক্কায় অনেকটা কমেছে কলকাতার সংক্রমণ। তৃতীয় স্থানে উঠে এল দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ১,০৯৪ জন। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি। নতুন সংক্রমিতের সংখ্যা ১,০৪৯ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন প্রায় সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,৩১,২৪৯।