shono
Advertisement

রাজ্যে রেকর্ড গড়ল করোনাজয়ীর সংখ্যা, একদিনে মৃত ১০৭

একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৩৯ জন।
Posted: 08:20 PM May 04, 2021Updated: 08:25 PM May 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা (Corona Virus) সংক্রমণের গ্রাফ। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় শতাধিক সংক্রমিতের মৃত্যু হয়েছে। এর মধ্যেই আলোর দিশা দেখাচ্ছেন করোনাজয়ীরা। চিকিৎসকদের হাতযশ এবং প্রশাসনিক কর্তাদের অক্লান্ত পরিশ্রমে করোনাকে হারাচ্ছেন বহু মানুষ। 

Advertisement

স্বাস্থ্যভবনের  মঙ্গলবার সন্ধের রিপোর্ট বলছে, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৩৯ জন। গতকাল অর্থাৎ সোমবার এই সংখ্যাটা ছিল ১৭,৫০১। অর্থাৎ সোমবারের তুলনায় সামান্য বেড়েছে সংক্রমণ। একদিনে করোনা আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। যেখানে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫৪ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এর ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। যেখানে একদিনে কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯১৪ জন। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছুঁইছুঁই। রাজ্যের সবকটি জেলাতেই নতুন করে শতাধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। 

[আরও পড়ুন : মমতার শপথের দিনই বিজেপির ডাকা ধরনায় শামিল জেপি নাড্ডা, বিশৃঙ্খলার আশঙ্কা কলকাতায়]

এদিনের পরিসংখ্যান বলছে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লক্ষ ৯৮ হাজার ৫৩৩ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ৮৪৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৪৭ জন। যা সোমবারের তুলনায় বেশকিছুটা বেশি। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৫.২৩ শতাংশ। তবে সংক্রমণ বাড়তে থাকায় রাজ্যের চিকিৎসাধীন করোনা রোগী বা অ্য়াকটিভ রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। আজ বাংলার অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২০ হাজার ৯৪৬ জন। 

চিন্তা বাড়াচ্ছে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ১০৭ জনের। যা এখনও পর্যন্ত এ রাজ্যে সর্বোচ্চ। তাঁদের মধ্যে ৩১ জন কলকাতার বাসিন্দা। ৩৩ জনের মৃ্ত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার মৃত্যুর হারও চিন্তা বাড়াচ্ছে। 

[আরও পড়ুন : দীর্ঘক্ষণ পড়ে করোনায় আক্রান্ত মৃতার দেহ, উদ্ধারে মোটা টাকা চাইল শববাহী যান, ভোগান্তি কালনায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement