shono
Advertisement

যৌন হেনস্তায় অভিযুক্ত, ক্ষমা চাইলেন হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান  

৮ মহিলা নিগ্রহের অভিযোগ জানান অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে। The post যৌন হেনস্তায় অভিযুক্ত, ক্ষমা চাইলেন হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান   appeared first on Sangbad Pratidin.
Posted: 09:08 PM May 25, 2018Updated: 09:23 PM May 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডে প্রায় পাঁচ দশকের কেরিয়ার তাঁর। ঝুলিতে রয়েছে ‘দ্য শ্যশাঙ্ক রিডেম্পশন’, ‘মিলিয়ন ডলার বেবি’র মতো সিনেমা। পেয়েছেন অস্কার, গোল্ডেন গ্লোবের মতো সম্মান। আশি বছর বয়সেও জনপ্রিয়তা তুঙ্গে। এই বয়সে এসে যৌন হেনস্তার অভিযোগ উঠল কিংবদন্তি হলিউড অভিনেতা মরগ্যান ফ্রিম্যানের বিরুদ্ধে। আট জন মহিলা এই অভিযোগ এনেছেন বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে। চাপের মুখে প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রখ্যাত অভিনেতা।

Advertisement

[কেমন হল পরি পিসি ও ঘোঁতনের ‘রেনবো জেলি’র স্বাদ?]

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্রে এই খবর প্রকাশ্যে আসে। হলিউডের এক প্রোডাকশন কর্মী অভিযোগ জানান, ২০১৫ সালে ‘গোয়িং ইন স্টাইল’ ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। সেটাই ছিল হলিউডে তাঁর প্রথম কাজ। সেটে নানা অজুহাতে ফ্রিম্যান তাঁকে ডাকতেন। স্কার্টের নিচে তিনি অন্তর্বাস পরেছেন কি না, তা জানতে চাইতেন। নিতম্বে হাত দেওয়ার চেষ্টা করতেন। স্কার্ট তোলারও নাকি চেষ্টা করতেন। পরে আরেক সিনিয়র প্রোডাকশন কর্মী জানান, ২০১২ সালে ‘নাও ইউ সি মি’র সেটে একইভাবে বর্ষীয়ান অভিনেতা তাঁকে হেনস্তা করেন। এরপর থেকেই একের পর এক অভিযোগ উঠতে থাকে অভিনেতার বিরুদ্ধে।

[ফিটনেস চ্যালেঞ্জের ভিডিও আপলোড করে বিপাকে হৃতিক, মুম্বই পুলিশে নালিশ]

চাপের মুখে অভিনেতার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে ফ্রিম্যান দাবি করেন, তাঁকে যাঁরা চেনেন তাঁরা জানেন তিনি কোনওদিন জেনেবুঝে কাউকে অসম্মান করেননি। যদি তাঁর বক্তব্য বা ব্যবহারে কেউ আঘাত পেয়ে থাকেন অথবা অসম্মানিত বোধ করেন তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। এমনিতেই হার্ভে ওয়েনস্টাইন কাণ্ডের পর যৌন হেনস্তা নিয়ে বাড়তি সচেতন হলিউড। এর মধ্যে মর্গ্যান ফ্রিম্যানের মতো অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় শোরগোল পড়ে গিয়েছে মার্কিন মুলুকে। অভিনেতার এই ক্ষমা চাওয়াকে অনেকেই স্বীকারোক্তি হিসেবে দেখছেন।

[মনকেমনের মনতাজ ‘আহারে মন’, ট্রেলারেই প্রেমের অলীক পৃথিবীতে হারানোর ডাক]

The post যৌন হেনস্তায় অভিযুক্ত, ক্ষমা চাইলেন হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement