shono
Advertisement

মনমোহন সিংকে নিয়ে ছবি বলিউডে

বই প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে বিতর্কের ঝড় উঠেছিল রাজনৈতিক মহলে৷ এবার সে বইয়ের বিষয় দেখা যাবে সিনে-পর্দাতেও৷ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে লেখা 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' অবলম্বনে এবার ছবি হতে চলেছে বলিউডে৷ The post মনমোহন সিংকে নিয়ে ছবি বলিউডে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:41 PM Jun 13, 2016Updated: 04:11 PM Oct 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বই প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে বিতর্কের ঝড় উঠেছিল রাজনৈতিক মহলে৷ এবার সে বইয়ের বিষয় দেখা যাবে সিনে-পর্দাতেও৷ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে লেখা ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ অবলম্বনে এবার ছবি হতে চলেছে বলিউডে৷

Advertisement

বিখ্যাত অর্থনীতিবিদ থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়ে ওঠা- মনমোহন সিংয়ের যাত্রাপথটি তুলে ধরেছিলেন তাঁরই মিডিয়া অ্যাডভাইজার সঞ্জয় বারুর৷ তাঁর প্রায় রাতারাতি প্রধানমন্ত্রী পদ পাওয়ার পাশাপাশি, বইটিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিষয়ে নানা কথা লেখা হয়েছিল, যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল৷ এবার সেই বিতর্কিত বিষয় আসতে চলেছে চলচ্চিত্রেও৷
এ ছবি কি তাহলে রাজনৈনিত উদ্দেশ্য প্রণোদিত-এ প্রশ্ন এখনই উঠেছে বিভিন্ন মহলে৷ কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সিনেমা প্রদর্শনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় চত্বর৷ ছাত্র-ছাত্রীদের দাবি ছিল, ছবির প্রদর্শনী রাজনৈতিক উদ্দেশ্য সম্পন্ন৷ ‘বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম’ নামে সে ছবিটির প্রেক্ষাপট ছিল নকশাল রাজনীতি৷ ছবিটিতে বিশেষ রাজনৈতিক প্রোপাগান্ডা রয়েছে, এমনটাই মনে করেছিলেন ছাত্র-ছাত্রীরা! বামপন্থাকে আক্রমণ করার পর এবার কি তোপ দাগার পালা কংগ্রেসকে? নেটদুনিয়ায় ইতিমধ্যেই ইতিউতি ঘুরছে এ প্রশ্ন৷ ২০১৭ সালে মুক্তি পেতে চলেছে এই সিনেমা৷ সুনীল বোহরার প্রযোজনায় এই সিনেমার একটি টিজার মুক্তি পেতে চলেছে ৩০ আগস্ট৷ ইতিমধ্যেই জোর কদমে কাজ শুরু হয়েছে ছবিটির৷ সঞ্জয় বারুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে৷ সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয় করার জন্য বিদেশী অভিনেত্রীর খোঁজ চলছে৷
নতুন এই ছবি ভারতীয় রাজনীতির অন্দরের চিত্র তুলে ধরে বিতর্ক তৈরি করে কি না, সেটাই দেখার৷

 

The post মনমোহন সিংকে নিয়ে ছবি বলিউডে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement