shono
Advertisement

প্রচারে নেমে পরিবেশ সচেতনতায় উদ্যোগ বনগাঁর কংগ্রেস প্রার্থীর

রাস্তার ধারের পার্থেনিয়াম গাছ কাটলেন সৌরভ প্রসাদ৷ The post প্রচারে নেমে পরিবেশ সচেতনতায় উদ্যোগ বনগাঁর কংগ্রেস প্রার্থীর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:12 PM Apr 15, 2019Updated: 05:46 PM Apr 17, 2019

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: দুই পাশে ধূ ধূ  মাঠ। মাঝখান থেকে ছুটছে প্রচারের গাড়ি। আচমকাই রাস্তার মাঝখানে গাড়ি থেকে নেমে পড়লেন বনগাঁর কংগ্রেস প্রার্থী সৌরভ প্রসাদ। রাস্তার পাশের বিষাক্ত পার্থেনিয়াম গাছ কেটে প্রচার শুরু করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী৷ প্রার্থী জানালেন, ‘পার্থেনিয়াম গাছ খুব ক্ষতিকারক, চোখে পড়ল। তাই নেমে কাটলাম। যাতে পরবর্তীকালে অন্যরাও করে।’

Advertisement

   [আরও পড়ুন: ভাগ্নের মৃত্যুশোকে আত্মঘাতী মামি, প্রকাশ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব]

সোমবার বনগাঁ লোকসভারয কেন্দ্রের বাগদা বিধানসভার অন্তর্গত নাটাবেড়িয়া এলাকায় প্রচারে বেরোন কংগ্রেস প্রার্থী। প্রচারের পথে রাস্তার পাশে হঠাৎই রাস্তার পাশে পার্থেনিয়ামের ঝোপ নজরে পড়ে তাঁর। তড়িঘড়ি গাড়ি থেকে নেমে গাছ কাটতে শুরু করেন তিনি। প্রায় ৩০ মিনিট পর ফের গাড়িতে উঠে প্রচারের উদ্দেশ্যে রওনা দেন সৌরভ প্রসাদ। কংগ্রেস প্রার্থীর এহেন কাজে হতবাক স্থানীয়রা। এ বিষয়ে এলাকার এক ব্যক্তি জানিয়েছেন, ‘ভোটের প্রচারে অনেক প্রার্থীই এলাকায় এসছেন। কিন্তু রাস্তার পাশের পার্থেনিয়াম গাছ পরিষ্কার করে কংগ্রেস প্রার্থী সৌরভ প্রসাদ আমাদের অবাক করে দিয়েছেন৷’ এদিন প্রচার শেষে সৌরভ প্রসাদ বলেন, মতুয়ারা ঠাকুরবাড়ির রাজনীতি পছন্দ করছেন না৷ তাই মতুয়ারা এবার কংগ্রেসকে ভোট দেবেন। অর্থাৎ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। 

[আরও পড়ুন: ভোটের প্রচারে সাজানো নৌকা নিয়ে জলে নামল তৃণমূল নেতৃত্ব]

একইভাবে, রবিবার বাগদা বিধানসভার ট্যাংরা এলাকায় প্রচারে বের হন তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুর৷ প্রার্থীকে কাছে পেতেই তাঁকে ঘিরে ধরেন মতুয়া ভক্তরা। সেখান থেকেই সকলের কাছে ভোটের আবেদন জানান তিনি। এরপর মতুয়া ভক্তদের সঙ্গে তালে তালও মেলান মমতাবালা। তিনি বলেন, ‘ভক্তদের কীর্তন দেখে নিজেকে ধরে রাখতে পারিনি৷ প্রচারে বেরিয়ে এদিনও প্রতিপক্ষ শান্তনু ঠাকুরকে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, ‘আগে শান্তনুর দাদা ভোটে দাঁড়িয়েছিল, হেরেছে।এবারও হারবে ওরা।’  বনগাঁ লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করেছে তৃণমূল-বিজেপি দু’পক্ষই।  তবে ঠাকুরবাড়ির দ্বন্দ্বের মাঝে বাড়তি আত্মবিশ্বাসী কংগ্রেস শিবির।

The post প্রচারে নেমে পরিবেশ সচেতনতায় উদ্যোগ বনগাঁর কংগ্রেস প্রার্থীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement