সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ধীর গতিতে ব্যাটিংয়ের জন্য সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল তাঁকে। প্রশ্ন উঠে গিয়েছিল তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও। এবার তাঁর বিদায় নেওয়ার সময় হয়েছে বলেও কটাক্ষ করতে ছাড়েননি অনেকে। তবে যতই বিতর্ক হোক না কেন, জনপ্রিয়তার দিক থেকে তিনি যে আজও শিখরে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর এবার তো ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও পিছনে ফেলেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা নেতা মহেন্দ্র সিং ধোনি।
[জানেন, কোন চ্যানেলে দেখানো হবে এবারের কলকাতা ফুটবল লিগ?]
দেশের একমাত্র অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ (৫০ ও ২০ ওভারের) এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন ক্যাপ্টেন কুল। তাঁর আমলেই টেস্টে শীর্ষস্থান দখল করেছিল টিম ইন্ডিয়া। তাই আজও যখন আইপিএল-এ চেন্নাইয়ের জার্সি গায়ে চাপিয়ে নেতার ভূমিকায় অবতীর্ণ হন, তখন উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। তাঁর মগজাস্ত্রে এখনও ভরসা রাখেন ক্যাপ্টেন কোহলি। তাই তো খেলায় ডিআরএস নেওয়ার আগে আজও ধোনির পরামর্শ নিতে ভোলেন না বিরাট। সেই কারণেই হাজার সমালোচনা সত্ত্বেও বাইশ গজে কিংবদন্তি হয়ে ওঠা এই মানুষটিকে আজও নিস্বার্থে ভালবাসেন ক্রিকেটপ্রেমীরা।
[ক্লাবের জার্সি গায়ে মাঠে নেমেই কামাল সালাহর, ৫২ সেকেন্ডেই পেলেন গোল]
সম্প্রতি YouGov-এর একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন ধোনি। প্রায় ৪০ লক্ষ মানুষ অনলাইনে অংশ নিয়েছিলেন এই সমীক্ষায়। যেখানে ৭.৭ শতাংশ ভোট পেয়েছেন মাহি। মজার ব্যাপার হল, জনপ্রিয়তার নিরিখে তিনি পিছনে ফেলে দিয়েছেন কোহলি এবং শচীন তেণ্ডুলকরকেও। তাঁরা পেয়েছেন ৪.৮ শতাংশ এবং ৬.৮ শতাংশ ভোট। অর্থ উপার্জনের দিক থেকে যতই এগিয়ে থাকুন কোহলি, মানুষের মন জয় করেছেন কিন্তু সেই মাহিই। ক্রিকেটে দুর্দান্ত সাফল্যের জন্য নানা পুরস্কারে ভূষিত হয়েছেন ধোনি। কিন্তু এ পুরস্কার তাঁর কাছে অত্যন্ত স্পেশাল। সমর্থকদের ভালবাসা পেয়ে আপ্লুত ঝাড়খণ্ডের রাজপুত্র।
The post তিনিই সেরা, এই বিষয়ে শচীন-বিরাটকেও পিছনে ফেললেন ধোনি appeared first on Sangbad Pratidin.