সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুজিবর রহমানের স্মৃতিবিজড়িত মিউজিয়াম থেকে শুরু করে মূর্তি-সমস্ত কিছুই ধ্বংস করা হচ্ছে বাংলাদেশে। এবার অগ্নিগর্ভ বাংলাদেশের মতো ছবি দেখা গেল নিউ ইয়র্কে। জানা গিয়েছে, মার্কিন শহরটিতে অবস্থিত বাংলাদেশের কনসুলেটে ঢুকে পড়ে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে দিয়েছে প্রতিবাদীরা। বাধা দিতে গিয়েছিলেন দূতাবাসের কর্মীরা। কিন্তু তা উপেক্ষা করেই কার্যত তাণ্ডব চালিয়ে গিয়েছে বিক্ষোভকারীরা।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিউ ইয়র্কের বাংলাদেশি দূতাবাসে ঢুকে পড়েছে একঝাঁক প্রতিবাদী। অনেকের হাতেই ছিল বাংলাদেশের পতাকা। জাতীয় পতাকার রঙের টুপিও ছিল বিক্ষোভকারীদের মাথায়। দূতাবাসের কর্মীদের বারণ সত্ত্বেও জোর করে কনসুলেটের ভিতরে ঢুকে পড়ে তাঁরা। গোটা ঘটনা মোবাইলে ভিডিও করতে দেখা যায় বেশ কয়েকজনকে।
[আরও পড়ুন: কী হয়েছিল বাংলাদেশে? রাষ্ট্রসংঘের নেতৃত্বে তদন্তের দাবি ব্রিটেনের]
দূতাবাসে ঢুকে কার্যত তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। দেওয়াল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ছিঁড়ে ফেলে তাঁরা। বেশ কিছু জিনিসপত্রও সরিয়ে ফেলতে দেখা যায়। পরিস্থিতি শান্ত করতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যান দূতাবাসের আধিকারিকরা। তাতেও অবশ্য দমানো যায়নি বিক্ষোভকারীদের। প্রতিটি ঘরে ঢুকে তছনছ চালায় তারা।
তার পর থেকেই প্রশ্ন উঠছে, বাংলাদেশের দূতাবাসে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি? সরকারবিরোধী বিক্ষোভে গোটা বাংলাদেশ যখন উত্তাল, তখন কেন বিক্ষোভ আটকাতে বাড়ানো হয়নি নিরাপত্তা? উল্লেখ্য, ইতিমধ্যেই দিল্লির বাংলাদেশি দূতাবাসে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাহলে একই পদক্ষেপ আমেরিকায় করা হল না কেন? উঠছে প্রশ্ন।