shono
Advertisement
Abdul Rehman Makki

হৃদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানে মৃত্যু ২৬/১১ হামলার মূলচক্রী মক্কির!

লস্কর প্রধান হাফিজ সইদের শ্যালক মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল রাষ্ট্রসংঘ।
Published By: Biswadip DeyPosted: 03:35 PM Dec 27, 2024Updated: 03:35 PM Dec 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে প্রয়াত ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ আবদুল রহমান মক্কি। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে এক সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে। এও বলা হয়েছে, মক্কি গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। রক্তে শর্করা বেড়ে গিয়েছিল তার। আর সেজন্যই লাহোরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে।

Advertisement

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল লস্কর প্রধান হাফিজ সইদের শ্যালক হাফিজের নেতৃত্বে। ঘৃণ্য সেই জঙ্গি হামলার শিকার হতে হয়েছিল ১৬৬ জন নিরীহ মানুষকে। সেই ষড়যন্ত্রে শামিল ছিল মক্কিও। পরে হাফিজ ও মক্কি দু’জনকেই গ্রেপ্তার করা হয় পাকিস্তানে। গত বছর রাষ্ট্রসংঘের তরফে জঙ্গিদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করা ও জম্মু-কাশ্মীরের তরুণদের সন্ত্রাসবাদী কার্যকলাপে উৎসাহিত করা, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র-এই তিন অভিযোগে মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছিল।

হাফিজের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ধার্য করেছিল আমেরিকা। শুধু তাই নয়, ২০১০ সালে আবদুল রহমান মক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। তারপর থেকেই দীর্ঘদিন ধরে আবদুল রহমান মক্কিকে ‘গ্লোবাল টেররিস্ট’ ঘোষণার চেষ্টা চালাচ্ছিল নয়াদিল্লি। পরে সেই চেষ্টা সফল হয়। ২০২০ সালে মক্কিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে গৃহবন্দি করার রায়ও দেওয়া হয়। এই সময়ের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। মনে করা হয়, সেই সময়ের পর থেকেই সে গৃহবন্দি ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানে প্রয়াত ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ আবদুল রহমান মক্কি।
  • শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে এক সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে।
  • এও বলা হয়েছে, মক্কি গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। রক্তে শর্করা বেড়ে গিয়েছিল তার।
Advertisement