সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু নাবালিকাকে সঙ্গে নিয়ে স্টেশনে যাওয়ার ‘অপরাধে’ গণপিটুনির কবলে মুসলিম কিশোর। মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে ঘটেছে এমনই এক মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, ওই কিশোরীর অভিভাবকরা তাঁদের মেয়ের অপহরণের অভিযোগ তুলে পুলিশে মামলা রুজু করেন।
জানা গিয়েছে, গত ২১ জুলাই ওই মর্মান্তিক কাণ্ড ঘটেছিল। কিন্তু ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সদ্য। ঠিক কী হয়েছিল? কিশোরীর অভিভাবকদের অভিযোগ, কয়েকদিন ধরে কোনও খোঁজ মিলছিল না তাঁর। এরপরই তাকে বান্দ্রা টার্মিনাসে দেখতে পায় কয়েকজন। তার সঙ্গে থাকা ওই কিশোরকে ঘিরে ফেলে ক্ষিপ্ত জনতা। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, নির্যাতিত কিশোরকে প্রবল মারধর করা হচ্ছে। এলোপাথাড়ি লাথি-চড় মেরে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। এরপর স্টেশনের বাইরে নিয়ে গিয়েও তাকে মারতে থাকে তারা।
[আরও পড়ুন: মার্কিন ফৌজে ‘কৃষ্ণাঙ্গ বিদ্বেষ’ কাঁটায় আমেরিকাকে বিঁধল কিমের দেশ]
নিখোঁজ কিশোরীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এখনও স্থানীয় পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। বান্দ্রার জিআরপি অফিসার জানিয়েছেন, তাঁরা অজানা অভিযুক্তদের বিরুদ্ধে কিশোরকে মারধরের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তারা নিগৃহীত কিশোরের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।