shono
Advertisement

রোহিঙ্গাদের হাতে নিহত সু কি’র দলের নেতা

অপহরণ করে খুন করা হয় তাঁকে। The post রোহিঙ্গাদের হাতে নিহত সু কি’র দলের নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:58 PM Dec 27, 2019Updated: 12:58 PM Dec 27, 2019

সুকুমার সরকার, ঢাকা: একদিকে রোহিঙ্গা গণহত্যা মামলায় মায়ানমারের হয়ে আন্তর্জাতিক আদালতে লড়ছেন সে দেশের প্রশাসক আং সান সু কি। অন্যদিকে তাঁরই দলের নেতা খুন হলেন রোহিঙ্গাদের হাতে। মায়ানমারের স্টেট কাউন্সিলর সু কি’র রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) রাখাইনের বুথিডং শাখার চেয়ারম্যান ইয়ে থেইন নিহত হয়েছেন। রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাকে অপহরণের পর হত্যা করেছে বলে বৃহস্পতিবার দেশটির সরকারি এক আধিকারিক জানিয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, কয়েকদিন আগে এনএলডির এই নেতাকে অপহরণ করে বিদ্রোহীরা। আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, এনএলডির নেতা থেইন গত সোমবার নিহত হয়েছেন। বড় ধরনের বিস্ফোরণের কারণে কিছু বন্দি মারা গিয়েছেন এবং অনেকেই জখম হয়েছেন। এনএলডির বুথিডং শাখার চেয়ারম্যানও ঘটনাস্থলে নিহত হয়েছেন। এনএলডির মুখপাত্র মিও নিন্ট বলেছেন, ‘আমরা এনএলডির সদস্যরা তাকে হারিয়ে অত্যন্ত শোকাহত। সু কি’র সমর্থনে সমাবেশের পরিকল্পনা করাটা সঠিক ছিল এবং এটা কোনও ধরনের অপরাধ নয়।’

[আরও পড়ুন: রোহিঙ্গাদের ফেরানোর প্রস্তুতি! উখিয়ার শরণার্থী ক্যাম্পে পরিদর্শন মায়ানমারের প্রতিনিধি দলের]

নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগের আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের মামলায় মায়ানমারের পক্ষে লড়াইয়ে রাখাইনে সু কি’র সমর্থনে সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছিলেন ওই নেতা। এক বিবৃতিতে আরাকান আর্মি এই হত্যার দায় স্বীকার করেছে।

The post রোহিঙ্গাদের হাতে নিহত সু কি’র দলের নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement