shono
Advertisement

অবশেষে রোহিঙ্গাদের নিয়ে নীরবতা ভাঙলেন সু কি

কী বললেন তিনি, দেখুন ভিডিও! The post অবশেষে রোহিঙ্গাদের নিয়ে নীরবতা ভাঙলেন সু কি appeared first on Sangbad Pratidin.
Posted: 01:43 PM Sep 19, 2017Updated: 08:13 AM Sep 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে রোহিঙ্গাদের নিয়ে মুখ খুললেন মায়ানমারের স্টেট কাউন্সিলার সু কি। স্পষ্ট জানালেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দাবি ভ্রান্ত। মায়ানমার প্রশাসন কোনও মানবাধিকার ভঙ্গ করেনি। তাঁর বক্তব্য, ‘আগস্ট মাসের ২৫ তারিখ পুলিশের উপর জঙ্গি হামলা হয়। ৩০টি পুলিশ আউটপোস্টে রোহিঙ্গা মুসলিমরা হামলা করে। হামলার পিছনে রয়েছে আরাকান রোহিঙ্গা গোষ্ঠী। যাদের মায়ানমার জঙ্গি বলে ঘোষণা করেছে।’

Advertisement


আগস্টের হামলার পর এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন সু কি। জাতির উদ্দেশে ভাষণে তিনি মঙ্গলবার বলেন, আন্তর্জাতিক সংগঠনের ভ্রুকুটিতে ডরায় না মায়ানমার। দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। সমালোচকদের সে দেশে এসে অভ্যন্তরীণ পরিস্থিতি খতিয়ে দেখারও ডাক দেন মায়ানমারের প্রশাসনিক প্রধান। তাঁর বক্তব্য, মায়ানমারে প্রচুর মুসলিম রয়েছে। সবাই তো পালাচ্ছে না। কারণ তাদের মনে পুলিশের হাতে ধরা পড়ার ভয় নেই। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির মতে, সেনার অত্যচারের ভয়ে গত এক মাসে মায়ানমার থেকে অন্তত ৪ লক্ষ রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে গিয়েছে।


সু কি এদিন তাঁর ভাষণে জানিয়েছেন, মায়ানমারের ভিতরে কোনও মানবাধিকার লংঘন হয়নি। মায়ানমারের সেনা মানুষের ঢাল হয়ে দাঁড়ায়, প্রতিপক্ষ নয়। রাখাইন প্রদেশের মানুষের জন্য তিনি সংবেদনশীল, এই কথা জানানোর পাশাপাশি তিনি বলেন, মায়ানমারের পরিস্থিতি এখন জটিল। সবরকম চ্যালেঞ্জের মোকাবিলা দ্রুত করার চেষ্টা চলছে। দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে প্রশাসন বদ্ধপরিকর। প্রায় ৪ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে শুনে সু কি বলেন, ‘যাঁরা ফিরতে চান তাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফিরতে হবে।’

দেখুন ভিডিও:

The post অবশেষে রোহিঙ্গাদের নিয়ে নীরবতা ভাঙলেন সু কি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement