সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে একটি সুতোও নেই। ওই অবস্থাতেই ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠে পড়লেন এক যুবক। নগ্ন অবস্থায় ট্রেনে মহিলাদের উদ্দেশে চলতে থাকে অশ্লীল অঙ্গিভঙ্গি। হঠাৎ ট্রেনের মধ্যে এমন ঘটনা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন মহিলারা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের এক লোকাল ট্রেনে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ছত্রপতি শিবাজি স্টেশন থেকে কল্যাণের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। তখনই মুম্বইয়ের ঘাটকোপার স্টেশনে মহিলা কামরায় সম্পূর্ণ নগ্ন হয়ে উঠে পড়েন ওই যুবক। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। যেখানে দেখা যাচ্ছে, ট্রেনে উঠে রীতিমতো দাপাদাপি শুরু করে দেন যুবক। আতঙ্কে চিৎকার করতে থাকেন ট্রেনে থাকা মহিলারা। ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা ট্রেনের জানালায় ধাক্কা দিয়ে আধিকারিকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। মহিলাদের চিৎকার শুনে সেখানে উপস্থিত হন এক টিকিট পরীক্ষক। এর পর রীতিমতো ধাক্কা দিয়ে ওই যুবককে ট্রেন থেকে নামিয়ে দেন তিনি। এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে ট্রেনের মহিলা কামরায় যাত্রীদের নিরাপত্তা।
এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ ও রেল আইনের ১৬২ ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও অভিযুক্ত যুবকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। ভিডিওর সূত্র ধরে ওই যুবকের সন্ধান শুরু করেছে আরপিএফ ও জিআরপি। ৩৩ সেকেন্ডের এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই মহিলা কামরার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। এক জন লিখেছেন, অবিলম্বে ট্রেনের মহিলা কামরায় পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করুক রেল। এক জন প্রশ্ন তুলেছেন, ওই যুবক স্টেশন পেরিয়ে ট্রেনের মহিলা কামরায় উঠে পড়লেন। অথচ কারও নজরে পড়ল না! রেল পুলিশ কোথায়?