shono
Advertisement

Breaking News

পুজো হোক বা নমাজ, আলিগড়ের রাস্তায় বন্ধ সমস্ত ধর্মীয় কার্যকলাপ

পথ দেখাল আলিগড়। The post পুজো হোক বা নমাজ, আলিগড়ের রাস্তায় বন্ধ সমস্ত ধর্মীয় কার্যকলাপ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:35 PM Jul 27, 2019Updated: 05:35 PM Jul 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি শুক্রবার রাস্তা বন্ধ করে চলে নমাজ পড়া৷ ফলে তীব্র যানজটের সৃ্ষ্টি হয়৷ অনেক সময় বিকল্প রাস্তা খুঁজে ঘুর পথে পৌঁছতে হয় গন্তব্যে৷ স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ৷ এরই পালটা দিয়ে রাস্তায় বসে প্রতি মঙ্গল ও শনিবার করে শুরু হয়েছিল হনুমান চালিশা পাঠ৷ পথের মাঝেই আরতি করতেন বজরং দলের সদস্যরা৷ পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে ধর্মীয় কার্যকলাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল আলিগড়৷ প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল, পুজো হোক বা নমাজ, রাস্তা আটকে আর কোনওরকম ধর্মীয় কাজ করা চলবে না৷

Advertisement

[আরও পড়ুন: কারগিল যুদ্ধের সাক্ষী মোদি, ছবি টুইট করে নিন্দুকদের জবাব প্রধানমন্ত্রীর]

আলিগড়ের জেলাশাসক সিবি সিং বলেন, প্রতি সপ্তাহে রাস্তা আটকে নমাজ পড়া যাবে না৷ তবে ইদের মতো বিশেষ দিনে, যখন বিপুল সংখ্যায় মুসলিম ধর্মাবলম্বী মানুষ ভিড় জমান, তখন এ ব্যাপারে ছাড় দেওয়া হবে৷ পাশাপাশি তিনি এও জানান, প্রত্যেক মানুষেরই ধর্মীয় বিশ্বাস রয়েছে৷ যার উপর কোনও বাধানিষেধ জারি করা যায় না৷ তবে সেক্ষেত্রে তা নিজের বাড়িতে মানতে হবে৷ অন্যদের অসুবিধায় ফেলে রাস্তায় নয়৷ আগাম অনুমতি ছাড়া শুক্রবারের নমাজ রাস্তায় পড়া যাবে না৷ সিবি সিংয়ের কথায়, “আমি একাধিক সংখ্যালঘু সংগঠনের সঙ্গে এনিয়ে কথা বলেছি৷ তাদের বোঝানোর চেষ্টা করেছি, আলিগড় এমনিতেই একটি ধর্মীয় স্পর্শকাতর শহর৷ আর এখানে ক্রমে দুই সম্প্রদায়ের মধ্যে নমাজ ও পুজো নিয়ে বিভেদ থাকলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে৷”

উল্লেখ্য, সম্প্রতি আগে একই ছবি ধরা পড়েছিল হাওড়ায়৷ নমাজের পালটা দিয়ে মঙ্গলবার হনুমান মন্দিরের সংলগ্ন রাস্তায় বসে হনুমান চালিশা পাঠের সিদ্ধান্ত নিয়েছিল বিজেপির যুব মোর্চা৷ হাওড়ার বালিখালেও রাস্তা আটকে হনুমান চালিশা পাঠ করেছিলেন দলীয় নেতাকর্মীরা৷ গোটা বিষয়টিতে রাজনৈতিক রং লাগায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়৷ কিন্তু এখনও রাস্তায় নমাজ পড়া বন্ধ করা সম্ভব হয়নি৷ হাওড়ার পাশাপাশি উত্তরপ্রদেশের আরও পাঁচটি জেলায় একই ঘটনা ঘটেছে৷ সার্বিক অবস্থা থেকে শিক্ষা নিয়েই রাস্তায় ধর্মীয় কার্যকলাপ নিষিদ্ধ করেছে আলিগড়৷ এরপরই অনেকে প্রশ্ন তুলছে, আলিগড় পথ দেখাচ্ছে ঠিকই, কিন্তু বাকি শহরগুলিও কি তাকে দেখে শিখবে?

[আরও পড়ুন: প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র, ৭০০ যাত্রী নিয়ে আটকে মহালক্ষ্মী এক্সপ্রেস]

The post পুজো হোক বা নমাজ, আলিগড়ের রাস্তায় বন্ধ সমস্ত ধর্মীয় কার্যকলাপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement