নন্দিতা রায়, নয়াদিল্লি: কুরসিতে তিনিই! চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রধানমন্ত্রীর আসনেও তিনিই বসছেন তা এদিন কার্যত বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর শরিক দলগুলোকে সঙ্গে নিয়েই যে এযাত্রায় দিল্লির রাশ হাতে রাখতে হবে সেটাও তাঁর কথায় স্পষ্ট।
মঙ্গলবার ভোটের ফলপ্রকাশের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলীয় কর্মীদের বার্তা দেন মোদি। সঙ্গে ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিংরা। সেখান থেকে তাঁর বার্তা, "তৃতীয়বার ক্ষমতায় ফিরে বিকশিত ভারতের উদ্দেশে আরও বেশি কাজ করব। রাজ্য ও শরিক দলগুলিকে একসঙ্গে নিয়ে বিকশিত ভারতের উদ্দেশে কাজ করবে।" যা শুনে রাজনৈতিক মহল মনে করছে, এবার সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই কেন্দ্রে সরকার টিকিয়ে রাখতে শরিকদের সাহায্য় দরকার এবার। তাই সকলকে নিয়ে চলার বার্তা দিয়ে রাখলেন তিনি।
[আরও পড়ুন: ভালোবাসায় ঘাটাল জিতে দেব জিতিয়ে দিলেন রাজনীতির সৌজন্যকেই]
এদিন বিজয় ভাষণের শুরুতেই জগন্নাথ দেবকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার শুরুতেই জয় জগন্নাথ ধ্বনি শোনা গিয়েছে মোদি-র গলায়। ভাষণের শুরুর দিকেই ওড়িশা ও জগন্নাথ দেবের কথাও উঠে এসেছে মোদি-র ভাষণে। প্রধানমন্ত্রীর জগন্নাথ স্মরণ তাৎপর্যপূর্ণ। এতদিন পর্যন্ত জনসভায় জয় শ্রীরাম ধ্বনিই শোনা যেত তাঁর গলাতে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই তা পালটে গিয়ে জয় জগন্নাথ হতেই তানিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা।
তাঁদের কথায়, এদিন শুধু জগন্নাথ দেবেরই আগমন হয়েছে তাই নয়। এনডিএ নামে জোট রয়েছে সেটাও বোঝা গিয়েছে। এতদিন পর্যন্ত মোদি সব ক্ষেত্রেই বিজেপির সাফল্যকেই তুলে ধরতেই এনডিএ-র নাম তার মুখে কমই শোনা যেত। সরকারের নাম করলে সেখানে মোদি সরকার বলেই উল্লেখ করত বিজেপির সকলেই। এমনকী মোদি নিজেও। সেখানে এদিনের ভোটের ফলকে এনডিএ-র সাফল্য হিসেবেই উল্লেখ করেছেন মোদি। শরিকদের ভূয়সী প্রশংসাও করেছেন । তাতে বিশেষভাবে নামোল্লেখ করেছেন চন্দ্রবাবু নায়ডু ও নীতিশ কুমারের। এই দুই নেতার উপরেই যে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ভাগ্য ঝুলে রয়েছে সেই কথায় মাথায় রেখেই প্রধানমন্ত্রী তাদের প্রশংসা করেছেন সেকথা বলার অপেক্ষা রাখে না।
এদিন প্রধানমন্ত্রীর ভাষণে লক্ষ্যনীয় বিষয় যে সমস্ত রাজ্যে বিজেপি ভালো ফল করেছে সেগুলির কথাই শোনা গিয়েছে। সঙ্গে কেরলে যে বিজেপি খাতা খুলতে সমর্থ হয়েছে উল্লেখ করে সেই সমস্ত রাজ্যের মানুষদের অভিনন্দন জানিয়ে তাদের জন্য কেন্দ্র সরকার সবকিছু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। অথচ বাংলা , উত্তরপ্রদেশ, কর্ণাটকের মত যে সমস্ত রাজ্যে বিজেপির ভরাডুবি হয়েছে বা ফল খারাপ হয়েছে সেই রাজ্যগুলির নামও শোনা যায়নি প্রধানমন্ত্রীর ভাষণে।