shono
Advertisement

Breaking News

‘মিশন শক্তি’র সমালোচনা অতীত, ইসরোর হাতে হাত মিলিয়ে গবেষণা করতে চায় নাসা

ইসরো চেয়ারম্যানকে চিঠি লিখে জানিয়েছেন নাসার প্রধান৷ The post ‘মিশন শক্তি’র সমালোচনা অতীত, ইসরোর হাতে হাত মিলিয়ে গবেষণা করতে চায় নাসা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:37 PM Apr 06, 2019Updated: 03:37 PM Apr 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃত্রিম উপগ্রহ ধ্বংস করে মহাকাশে নিজেদের শক্তিবৃদ্ধিতে ভারতীয় গবেষকদের ‘মিশন শক্তি’র সাফল্যের পর নাসার তরফে কিছুটা নেতিবাচক প্রতিক্রিয়াই মিলেছিল৷ নাসার বিজ্ঞানীরা স্যাটেলাইট ছবির উপর ভিত্তি করে অভিযোগ তুলেছিলেন, ভারতের মিশন শক্তি পরীক্ষার জেরে মহাকাশে বর্জ্যের পরিমাণ বেড়েছে৷ টার্গেট স্যাটেলাইট ৪০০ টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে, যাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছে দূষণের মাত্রাও বৃদ্ধি পেয়েছে৷ ভারতের উচিত ছিল, আরও সাবধানে এই পরীক্ষা করা৷ নাসার এই সমালোচনায় ক্ষুব্ধ হয়েছিল ইসরোও৷

Advertisement

[ আরও পড়ুন :  সত্যি কি ধ্বংস হয়েছে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান? মার্কিন রিপোর্ট ঘিরে তুঙ্গে জল্পনা ]

কিন্তু এই তিক্ততা সাময়িক ছিল৷ তা ভুলে ফের ইসরোর হাতে হাত মিলিয়ে কাজ করার বার্তা দিল আমেরিকা তথা বিশ্বের সর্ববৃহৎ মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা৷ ইসরো চেয়ারম্যান কে শিবনকে চিঠি লিখে নাসার প্রধান জেমস ব্রিডেনস্টাইন জানিয়েছেন, হোয়াইট হাউস চায় আগের মতোই গাইডলাইন মেনে একত্রে কাজ করুক নাসা এবং ইসরো৷ এই মুহূর্তে মহাকাশে নভোচর পাঠানো নিয়ে উভয়ে একত্রে গবেষণা করছে৷ সেই কাজ যাতে ব্যাহত না হয়, সেজন্যই নাসার এই চিঠি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল৷ ব্রিডেনস্টাইনের কথায়, ‘আমাদের যৌথ কাজের চুক্তি অনুযায়ী, আমরা আপনাদের সঙ্গে নাসা-ইসরো হিউম্যান স্পেস ফ্লাইট ওয়ার্কিং গ্রুপ প্রজেক্টের কাজ চালিয়ে যেতে চাই৷ পাশাপাশি, প্ল্যানেটরি সায়েন্স ওয়ার্কিং গ্রুপ এবং ভারত-মার্কিন ভূবিজ্ঞান ক্ষেত্রে একত্রে গবেষণা কাজও যৌথভাবে হবে বলেই আশা করছি৷’

 [ আরও পড়ুন : ক্রাইস্টচার্চ ঘাতকের মানসিক পরীক্ষার নির্দেশ আদালতের, বিচারে দেরিতে ক্ষুব্ধ জনতা]

চিঠিতে নাসা প্রধান ব্রিডেনস্টাইন আরও ব্যাখ্যা করেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ক্ষেত্রে স্পেস স্টেশনের কাছে দূষণের মাত্রা বৃদ্ধির বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হয়৷ আর ভারতের মিশন শক্তির পরীক্ষামূলক উৎক্ষেপণে সত্যিই বর্জ্যের পরিমাণ বেড়েছে৷ আমরা মনে করি, মহাকাশ গবেষণায় যুক্ত প্রতিটি দেশেরই এনিয়ে সতর্ক হওয়া উচিৎ৷ তাই ভারতকে সতর্ক করে দিয়েছিলাম৷ আমরা স্পেস স্টেশনের কাছে স্যাটেলাইটের ভাঙা টুকরোগুলোর দিকে নজর রাখছি৷ কিন্তু তার মানে এই নয় যে, পূর্ব নির্ধারিত যেসব প্রকল্প ইসরোর সঙ্গে যৌথভাবে করার কথা, তাকে আমরা কোনওভাবে বিঘ্নিত করছি৷’ চিঠির প্রাপ্তি স্বীকার করে ইসরোর মত, মিশন শক্তির যতই সমালোচনা করুক, মহাকাশ গবেষণায় ভারতের এত বড় সাফল্যের পরই যৌথ প্রকল্পগুলিতে আগ্রহ আরও বেড়েছে নাসার৷

The post ‘মিশন শক্তি’র সমালোচনা অতীত, ইসরোর হাতে হাত মিলিয়ে গবেষণা করতে চায় নাসা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement