shono
Advertisement

Breaking News

বসন্তের দাগ উঠছে না? অবশ্যই পড়ুন এই প্রতিবেদন

ঘরোয়া পদ্ধতিতেই মেলাবে কালো দাগ। The post বসন্তের দাগ উঠছে না? অবশ্যই পড়ুন এই প্রতিবেদন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:10 PM Feb 01, 2017Updated: 02:41 PM Feb 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :  ‘বসন্তজাগ্রত দ্বারে!

Advertisement

এবার তো শীতটাও তেমন জমিয়ে পড়ল না। ঘরে ঘরে রোগের বহর। জানুয়ারিতেই শরীরে ঢুকে পড়ছে চিকেন পক্সের জীবানু। ঠাকুমা, দিদিমারা বলেন, জীবনে একবার অন্তত প্রত্যেকেরই নাকি পক্স হয়। সারা শরীরে ফোস্কা, সঙ্গে মাংস তুলে নেওয়ার মতো চুলকানি। ধীরে ধীরে এগুলি কমে যায় ঠিকই। কিন্তু অনেকেরই গায়ে, মুখে কালো কালো দাগ হয়ে যায়। যা নির্মূল করতে বেশ বেগ পেতে হয়। আজকাল অবশ্য অনেক ওষুধ বেরিয়েছে। আস্তে আস্তে দাগ মিলিয়েও যায়। কিন্তু জানেন কী আপনার ঘরেই এমন অনেক জিনিস আছে, যা পক্সের দাগ সারাতে সাহায্য করে। চট করে দেখে নিন

১. প্রথমেই তালিকায় আছে মধু। প্রাকৃতিক ময়েশচারাইজার রয়েছে মধুতে। আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি যে কোনওরকম দাগছোপ তুলতে মধুর জুড়ি নেই। সঙ্গে একটু ওটসও রাখুন। ওটস আর মধুর পেস্ট বানিয়ে পক্সের দাগের উপর লাগান। হাল্কা করে জায়গা ঘষে নিন। ব্যস আধ ঘণ্টা আর ওদিকে তাকাবেন না। আধঘণ্টা পর জল দিয়ে ধুয়ে নিন।

২. বাড়িতে পাতিলেবু থাকে নিশ্চয়ই। তুলোর মধ্যে অল্প পরিমাণে লেবুর রস নিন। যেখানে পক্সের দাগ রয়েছে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখেই ধুয়ে ফেলুন।

৩. ডাবের জলে প্রচুর মিনারেল রয়েছে। সরাসরিই দাগের উপর লাগিয়ে নিন। হাতেনাতে ফল পাবেন।

‘যৌনসঙ্গী হিসেবে স্বাধীনচেতা মহিলাদের চান না পুরুষরা’

৪. অ্যালোভেরা জেল। নাম শুনেই আবার দোকানে ছুটবেন না যেন। ওসবে কাজ হবে না। অ্যালোভেরা পাতা কেটে জেল বের করুন। পক্সের দাগে লাগিয়ে হাল্কা ঘষুন। যতক্ষণ না শুকোচ্ছে, থাক। দিনে ২-৩ বার এই জেল লাগান।

৫. বিশুদ্ধ নারকেল তেলও পক্সের দাগ সারাতে বেশ উপকারি। দিনে ৩-৪ বার দাগের উপর লাগান। হাল্কা ম্যাসাজ করে নিন। উপকার পাবেন।

৬. ব্রাউন সুগারও (মাদক ভেবে ভুল করবেন না) কিন্তু এক্ষেত্রে অব্যর্থ। পেঁপে, ব্রাউন সুগার এবং দুধের মিশ্রন তৈরি করে দাগের উপর লাগান। হালকা টান ধরলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

আদরের টিয়া ফিরিয়ে দিলে ২৫ হাজার টাকার ইনাম

The post বসন্তের দাগ উঠছে না? অবশ্যই পড়ুন এই প্রতিবেদন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement