shono
Advertisement

বিধ্বংসী বন্যা রুখতে এভারেস্টের বরফগলা হ্রদের জল নিষ্কাশন নেপালের

গত বছর ভয়াবহ ভূমিকম্পের পরই হ্রদের জল ছাপিয়ে বন্যার ভ্রুকুটি আতঙ্কে রেখেছিল স্থানীয়দের৷ The post বিধ্বংসী বন্যা রুখতে এভারেস্টের বরফগলা হ্রদের জল নিষ্কাশন নেপালের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:08 PM Nov 01, 2016Updated: 10:38 AM Nov 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী বন্যার আতঙ্ক কাটিয়ে মাউন্ট এভারেস্টের কাছে বিশালাকার হিমবাহ হ্রদের জল বের করতে সমর্থ হল নেপাল৷
ছয় মাসের অক্লান্ত পরিশ্রমে ইমজা শো হ্রদের ৫০ লক্ষ কিউবিক মিটারের বেশি জল বের করে দেওয়ায় জলস্তর কমেছে সাড়ে তিন মিটার৷ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে গলে যাচ্ছে হিমালয়ের হিমবাহ৷ তৈরি হয়েছে বিরাট হিমবাহ হ্রদ৷
নেপালে সবচেয়ে দ্রুতগতিতে ফুলেফেঁপে উঠেছে এই হ্রদটিই৷ গত বছর ভয়াবহ ভূমিকম্পের পরই হ্রদের জল ছাপিয়ে বন্যার ভ্রুকুটি আতঙ্কে রেখেছিল স্থানীয়দের৷ সেই আতঙ্ক এবার প্রশমিত হল বলেই আশা নেপালের।

Advertisement

The post বিধ্বংসী বন্যা রুখতে এভারেস্টের বরফগলা হ্রদের জল নিষ্কাশন নেপালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement