shono
Advertisement

Breaking News

ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু মায়ের, আশঙ্কাজনক নেপালের সাংসদ, উড়িয়ে আনা হল মুম্বইয়ে

বৃহস্পতিবার সকালে সাংসদের বাড়িতে আচমকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে।
Posted: 02:27 PM Feb 16, 2023Updated: 02:29 PM Feb 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) মৃত্যু হল নেপালের  সাংসদ (Nepal MP) চন্দ্র ভাণ্ডারির (Chandra Bhandari) মায়ের। দুর্ঘটনায় আহত চন্দ্রকে চিকিৎসার জন্য মুম্বইয়ে (Mumbai) উড়িয়ে আনা হচ্ছে। সাংসদের দপ্তর সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। দ্রুত উপযুক্ত চিকিৎসার প্রয়োজন।

Advertisement

বৃহস্পতিবার সকালে সাংসদের বাড়িতে আচমকাই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। তাতেই মৃত্যু হয় চন্দ্র ভাণ্ডারির মা হরি কলা ভাণ্ডারির। অন্যদিকে গুরুতর আহত হয়েছেন খোদ সাংসদ। অগ্নিদগ্ধ সাংসদকে প্রথমে নেপালের কীর্তিপুর বার্নস হাসপাতালে ভরতি করা হয়েছিল। এক বিবৃতিতে ওই হাসপাতাল জানায়, “চন্দ্র ভাণ্ডারির অবস্থা ভাল নয়। দেশের বাইরে বিশেষজ্ঞ হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। এখানে এই চিকিৎসা সম্ভব না।” হাসপাতালের পরামর্শ মতো নেপালের সাংসদকে নবি মুম্বইয়ের ন্যাশনাল বার্নস হাসপাতালে উড়িয়ে আনা হচ্ছে।

[আরও পড়ুন: ‘ভারতকে খাটো করার ষড়যন্ত্র’, বিবিসি বিতর্কের মাঝে সাদ্দাম প্রসঙ্গ টেনে সরব ধনকড়]

সাংসদের দপ্তর সূত্রে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডারে লিকেজের কারণেই দুর্ঘটনা ঘটে। প্রবল বিস্ফোরণে চন্দ্র ভাণ্ডারির মা ৮০ শতাংশ পুড়ে যান। দ্রুত চিকিৎসার ব্যবস্থা হলেও তাঁকে বাঁচানো যায়নি। অন্যদিকে শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে সাংসদের। গোটা ঘটনায় নেপালের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে।

[আরও পড়ুন: BBC দপ্তরে ৬০ ঘণ্টা ধরে তল্লাশি, দু’দিন অফিসেই রাত কাটালেন আধিকারিকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement