সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বর্ষণের জেরে ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে নেপাল (Nepal) -এর বন্যা পরিস্থিতি। বৃষ্টির ফলে হওয়া ভূমিধস ও বন্যায় দেশের বিভিন্ন প্রান্তে এখনও পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ১২৮ জন। নিখোঁজ রয়েছেন আরও ৫৩।
নেপালের বিপর্যয় মোকাবিলা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত কয়েকদিন প্রবল বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। ২৩ জুলাই পর্যন্ত দেশজুড়ে বন্যা ও ভূমিধসের কারণে ১৩২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৩ জন। বন্যাজনিত কারণে ১২৮ জনের জখম হওয়ারও খবর পাওয়া গিয়েছে। বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ায় এখনও পর্যন্ত সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন হাজারটির বেশি পরিবার। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কাজ চালানো হচ্ছে।
[আরও পড়ুন: চরবৃত্তি ও তথ্যচুরির কেন্দ্র হিউস্টনের চিনা দূতাবাস’, তোপ মার্কিন বিদেশ সচিবের]
নেপালে হওয়া প্রবল বর্ষণের প্রভাব পড়েছে বিহারেও। পাহাড়ের উপরে থেকে নেমে আসা জলের পাশাপাশি গত কয়েকদিনের বৃষ্টিতে বিহারের ১০টি জেলার ৫৫টি ব্লকের ২৮২টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে ৬ লক্ষ ৩৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সীতামারি, শিবহর, সুপাল, কিষাণগঞ্জ, দ্বারভাঙা, মুজাফ্ফরপুর, গোপালগঞ্জ, পূর্ব ও পশ্চিম চম্পারণ ও খাগারিয়া জেলার ১৮ হাজারের বেশি মানুষকে সরকারি ত্রাণ শিবিরে রাখা হয়েছে।
[আরও পড়ুন: এক রাষ্ট্র হোক ইজরায়েল-প্যালেস্টাইন, জল্পনা উসকে মন্তব্য জর্ডনের প্রধানমন্ত্রীর]
The post লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ নেপালের বন্যা পরিস্থিতি, মৃত কমপক্ষে ১৩২ appeared first on Sangbad Pratidin.