নব্যেন্দু হাজরা: এবার দক্ষিণেশ্বর থেকে এক টিকিটেই পৌঁছে যাওয়া যাবে রুবি। ইন্টিগ্রেটেড টিকিট সিস্টেম চালু করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে টিকিট কাটলে রুবি পৌঁছে যাওয়া সম্ভব। কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো বদল করতে হলেও টিকিট কাটতে হবে না। মেট্রোর ভাড়া তালিকা জানিয়ে দিল কর্তৃপক্ষ।
সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে কবি সুভাষ-রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) রুটের মেট্রো উদ্বোধন হতে পারে। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে তার আগে সমস্ত প্রস্তুতি সেরে রাখল মেট্রো কর্তৃপক্ষ। জানিয়ে দিল কোন স্টেশন থেকে গন্তব্যে পৌঁছতে ঠিক কত ভাড়া গুনতে হবে।
[আরও পড়ুন; ‘ডিগ্রি পেতে হলে কিছু তো দিতে হবে’, PhD গাইডের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ গবেষকের]
এক ঝলকে ভাড়ার তালিকা
কবি সুভাষ থেকে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) রুটে ন্যূনতম ভাড়া ৫ টাকা। সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। ৫ টাকায় কবি সুভাষ থেকে পরের স্টেশন সত্যজিৎ রায় পর্যন্ত যাওয়া যাবে। এর পর থেকে স্টেশন পিছু ৫ টাকা ভাড়া বাড়বে। একইভাবে রুবি থেকে পরবর্তী কবি সুকান্ত আসার জন্য ৫ টাকার টিকিট কাটতে হবে। তবে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যেতে বা উলটোপথে আসতে খরচ হবে ২০ টাকা।
- দক্ষিণেশ্বর-রুবি রুটের ন্যূনতম ভাড়া ২৫ টাকা। সর্বোচ্চ ভাড়া ৪৫ টাকা।
- দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার-সুতানুটি পর্যন্ত যে কোনও স্টেশন থেকে রুবি পৌঁছতে দিতে হবে ৪৫ টাকা।
- গিরিশ পার্ক থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত যে কোনও স্টেশন থেকে রুবির ভাড়া ৪০ টাকা।
- মহানায়ক উত্তমকুমার থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত যে কোনও স্টেশন থেকে ভাড়া দাঁড়াবে ৩৫ টাকা।
- গীতাঞ্জলি অথবা কবি নজরুল থেকে রুবি ৩০ টাকা, শহিদ ক্ষুদিরাম থেকে ভাড়া ২৫ টাকা।