shono
Advertisement

Breaking News

Income Tax Bill

লক্ষ্মীবারই সংসদে পেশ নয়া আয়কর বিল! বাতিল হবে পুরনো করকাঠামো?

৬ দশক পুরনো আয়কর আইনের সরলীকরণ চাইছে মোদি সরকার।
Published By: Subhajit MandalPosted: 11:20 PM Feb 11, 2025Updated: 11:20 PM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বৃহস্পতিবারই সংসদে পেশ হতে চলেছে নতুন আয়কর বিল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এমনটাই দাবি। ইতিমধ্যেই বিলটি মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন আইনে অনেক সরল হবে কর প্রক্রিয়া।

Advertisement

১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল আনবে সরকার। যেখানে বর্তমানে দেশে চলা আয়কর আইন, ১৯৬১-র অনেক সরলীকরণ করা হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এর ফলে কমে যাবে বর্তমানে চালু থাকা আইনের অন্তত ৬০ শতাংশ জটিলতা। কমে যাবে অনেক আইনি কচকচানি। ফলে অনেক সহজ উপায়ে কোনও বিশেষজ্ঞ ছাড়াই আয়কর দাখিল করতে পারবেন করদাতারা। বাজেটের দিনই অর্থমন্ত্রী জানিয়েছিলেন, নয়া বিলে দেশবাসীর প্রতি 'ন্যায়' করা হবে। বর্তমানে চালু থাকা আইনের নানা অধ্যায় ও শব্দাবলিকে কমিয়ে কার্যত অর্ধেক করে দেওয়া হবে।

আয়কর প্রক্রিয়ার সরলীকরণের জন্য আয়কর বিভাগ বিস্তারিত আলাপ-আলোচনা এবং গবেষণার পর এই বিলের খসড়া তৈরি করেছে। বিলটি তৈরির জন্য আলাদা একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছিল। সেই কমিটির অধীনে আবার ২২টি আলাদা আলাদা সাব কমিটি তৈরি হয়েছিল। এই বিল নিয়ে বিভিন্ন মহল থেকে প্রায় সাড়ে ৬ হাজার পরামর্শও পেয়েছে আয়কর বিভাগ। সবদিক ভেবেই কর প্রণালীর সরলীকরণ করা হচ্ছে নতুন বিলে।

নয়া আয়কর বিলে কী কী বিষয় থাকে, সেদিকেই এখন নজর গোটা দেশের। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের বক্তব্য অনুযায়ী, ইতিমধ্যেই অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, আয়কর দাখিলের পুরনো নিয়ম তুলে দেওয়া হবে না। কাজেই যারা এখনও পুরনো নিয়মে আয়কর দেন, তাঁদের চিন্তার কোনও কারণ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বৃহস্পতিবারই সংসদে পেশ হতে চলেছে নতুন আয়কর বিল।
  • ইতিমধ্যেই বিলটি মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে।
  • বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন আইনে অনেক সরল হবে কর প্রক্রিয়া।
Advertisement