shono
Advertisement
New India Cooperative Bank

RBI-এর খাঁড়ার পর প্রকাশ্যে ১২২ কোটির জালিয়াতি! গ্রেপ্তার কো-অপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজার

ব্যাঙ্কের সমস্ত রকম লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল বৃহস্পতিবার।
Published By: Amit Kumar DasPosted: 10:01 PM Feb 15, 2025Updated: 10:01 PM Feb 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২২ কোটি টাকা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার মুম্বইয়ের নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজার। গোরেগাঁও এবং দাদর শাখার দায়িত্বে থাকাকালীন সেখান থেকে এই বিপুল পরিমাণ টাকা লোপাটের অভিযোগ। অভিযুক্ত ম্যানেজার হিতেশ প্রবীণ মেহতার বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

গত ১৩ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্কের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মুম্বইয়ের নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্কের উপর। জানিয়ে দেওয়া হয়, কেউ কোনও লেনদেন করতে পারবেন না এখানে। সেই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় গ্রাহকদের মধ্যে। এর পর শনিবার প্রকাশ্যে এল এই ব্যাঙ্কে বিপুল টাকার জালিয়াতির অভিযোগ। জানা যায়, হিতেশ প্রবীণ মেহতা নামের সেই জেনারেল ম্যানেজার লোপাট করেছেন এই বিপুল টাকা। হিতেশের পাশাপাশি এই ঘটনায় আরও একজন যুক্ত রয়েছেন বলে সন্দেহ তদন্তকারীদের। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৬ (৫) এবং ৬১ (২) ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই ব্যাঙ্কে বিরাট এই দুর্নীতি ২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কীভাব এই বিরাট টাকার দুর্নীতি হল কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে তদন্তভার দেওয়া হয়েছে 'ইকোনমিক অফেন্স উইং'কে। ব্যাঙ্কের পক্ষ থেকে সুরক্ষানীতি অমান্য হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ব্যাঙ্কের শেষ দুই বছরের আর্থিক রিপোর্টও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ২০২৩ সালে এখানে ৩১ কোটি টাকা লোকসান হয়েছিল। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ২৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয় এই ব্যাঙ্কে।

এই ব্যাঙ্কে ব্যাপক কারচুপির আভাস পেয়েই গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক। যেখানে বলা হয়, কেউ এই ব্যাঙ্কে টাকা তুলতে বা জমা করতে পারবেন না। গ্রাহকদের নতুন করে কোনও ঋণ দেওয়া যাবে না। শীর্ষ ব্যাঙ্কের তরফে এই নিষেধাজ্ঞার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় গ্রাহকদের মধ্যে। এবার এই ঘটনায় গ্রেপ্তার করা হল ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১২২ কোটি টাকা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার মুম্বইয়ের নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজার।
  • গোরেগাঁও এবং দাদর শাখার দায়িত্বে থাকাকালীন সেখান থেকে এই বিপুল পরিমাণ টাকা লোপাটের অভিযোগ।
  • অভিযুক্ত ম্যানেজার হিতেশ প্রবীণ মেহতার বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
Advertisement