সুকুমার সরকার, ঢাকা: ফের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের রূপ নিল ঢাকার (Dhaka) নিউমার্কেট চত্বর। সোমবার রাত থেকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটার পর কিছুক্ষণের জন্য তা থামলেও মঙ্গলবার সকাল থেকে আবার শুরু হয়৷ পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও থামার কোনও লক্ষণ নেই৷ সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত সড়ক মীরপুর রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে৷
এই পরিস্থিতিতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ মঙ্গলবারের সমস্ত ক্লাস, পরীক্ষা স্থগিত করেছেন। ঘটনাস্থলে অনেককে হেলমেট পরে, হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দেখা গিয়েছে। ইটের আঘাতে বেশ কয়েকজন জখম হয়েছেন। সেখানে গেরিলা কায়দায় দফায় দফায় সংঘর্ষ চলছে। পুরো এলাকা থমথমে। সব শিক্ষককে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংঘর্ষে লিপ্ত দু’পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পুলিশ সংঘর্ষ (Clash) থামানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। পুলিশ কাঁদানে গ্যাসের শেলও ছোঁড়ে।
[আরও পড়ুন: ছিঃ! ৫ বছরের মেয়ের গোপনাঙ্গে হাত দিয়ে যৌন চাহিদা মেটাল বাবা! তারপর…]
ঢাকা কলেজের একাধিক ছাত্র মিডিয়াকে জানিয়েছেন, তাঁদের এক সহপাঠীর ওপর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন। এর প্রতিবাদে কলেজের আবাসিক হল থেকে কয়েকশো ছাত্র লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বের হয়ে নিউমার্কেটে যান। সেসময় নিউমার্কেটের কিছু দোকান ভাঙচুর করা হয়। এর পাশাপাশি কিছু ব্যবসায়ীকেও মারধর করা হয়। এরপরই নিউমার্কেটের ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে বেরোলে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। অপরদিকে ব্যবসায়ীরা জানাচ্ছেন, রাতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খাবার খেতে এসেছিলেন। খেয়ে তাঁরা টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে দোকানের লোকজনের তর্কাতর্কি হয়। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা দোকান ভাঙচুর করে বলে অভিযোগ।
[আরও পড়ুন: স্ত্রীকে মিথ্যে বলে দিঘার হোটেলে প্রেমিকার সঙ্গে রাত কাটানোর ছক, এ কী হল যুবকের?]
এসআই রুমি তবরেজ সংবাদমাধ্যমকে জানান, নিউমার্কেটের একজন ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে বলেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাঁদের দোকানে হামলা করেছেন। তাঁরা মার্কেটের গেট বন্ধ করে রেখেছেন। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।