সংবাদ প্রতিদিন ডিজিটাব ডেস্ক: ফের অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল নির্ভয়ার দোষীদের ফাঁসি। এ নিয়ে তৃতীয়বার। সোমবার এই মর্মেই রায় দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। পরবর্তী রায় না দেওয়া পর্যন্ত মুকেশ, অক্ষয়, বিনয় ও পবনের ফাঁসি আটকে রইল। এদিন পবন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আরজি জানিয়েছে। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে প্রাণভিক্ষার আরজি জানিয়েছে। তাই ৩ মার্চের ফাঁসির উপর স্থগিতাদেশ চেয়ে পাতিয়ালা হাই কোর্টে আবেদন জানায় পবন ও অক্ষয়। সেই আবেদনের শুনানি শেষেই মৃত্যু পরোয়ানার উপর স্থগিতাদেশ জারি করল আদালত।
আইন বলছে, চার দোষীর নিজেকে বাঁচানোর সমস্ত আইনি সহায়তা পাওয়ার সুয়োগ শেষ হয়নি। এদিকে মৃত্যু পরোয়ানা জারির পর দোষীদের ১৪ দিন সময় পাওয়ার কথা। তাই সোমবার পবনের প্রাণভিক্ষার আরজি খারিজ হলেও নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করতে হবে। এর পরেও আরও ১৪ দিন সময় পবনকে দিতে হবে। এমনকী রাষ্ট্রপতির আরজি খারিজ হওয়ার পরও তা চ্যালেঞ্জ করতে পারে দোষীরা। সেক্ষেত্রে সেই আরজির শুনানি না শেষ হওয়া পর্যন্ত মৃত্যু পরোয়ানা জারি করা যায় না। তাই আরও একবার নির্ভয়ার দোষীদের ফাঁসি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল আদালত।
[আরও পড়ুন : ‘বিজেপির সঙ্গেই থাকছি’, বিরোধী শিবিরে যোগ দেওয়ার জল্পনা ওড়ালেন নীতীশ]
সোমবার সকালে পবন কুমার গুপ্তার রায় সংশোধনীর আরজি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আরজি জানায় সে। আইন বলছে, সেই প্রাণভিক্ষার আরজি খারিজ না হওয়া পর্যন্ত তাদের ফাঁসি দেওয়া সম্ভব নয়। এই কারণ দেখিয়েই দিল্লি পাতিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়েছিল আইনজীবী এ পি সিং। আইন বলছে, চার দোষীর সমস্ত আইনি সহায়তা পাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ার পরও ১৪ দিন সময় দিতে হয় তাদের। এক্ষেত্রে সেই সময় দেওয়া হয়নি। ফলে আগে থেকেই চার দোষীর ফাঁসি নিয়ে টালবাহানা চলছে।
[আরও পড়ুন : এবার টার্গেট মধ্যপ্রদেশ, বিধায়কপিছু ২৫ কোটির অফার দিচ্ছে বিজেপি!]
The post নির্ভয়া কাণ্ড: আইনি জটিলতায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ফাঁসি appeared first on Sangbad Pratidin.