shono
Advertisement

Breaking News

Nirmala Sitharaman

২৩শে বাজেট, কর্মসংস্থানের লক্ষ্যে বড় ঘোষণা করতে পারেন নির্মলা

বাজেটকে ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ।
Published By: Amit Kumar DasPosted: 03:55 PM Jul 08, 2024Updated: 04:50 PM Jul 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৩ জুলাই মোদি ৩.০ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নয়া মোদি সরকারের এই বাজেটকে ঘিরে চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। অনুমান করা হচ্ছে, এই বাজেটে মধ্যবিত্তদের জন্য কর ছাড়ের পাশাপাশি নারী ক্ষমতায়ন, কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করতে পারে মোদি সরকার।

Advertisement

সংশ্লিষ্ট মহলের অভিমত, মধ্যবিত্তদের খুশি করতে এবারের বাজেটে আয়করে বড়সড় ছাড় ঘোষণা করতে পারে মোদি সরকার। প্রত্যাশার মধ্যে অন্যতম হল স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বৃদ্ধি। বেতনভুকদের জন্য প্রতিবছর ৪০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ২০১৮-র বাজেটে ফিরিয়ে আনা হয়। পরে ২০১৯-এর অন্তর্বর্তী বাজেটে সেই সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। তার পর থেকে বিভিন্ন সময়ে স্ট্যান্ডার্ড ডিটাকশন বাড়ানোর দাবি উঠেছে। কিন্তু সেই দাবি মানেননি সীতারমন। সংশ্লিষ্ট মহলের অভিমত, এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে একলক্ষ টাকা করতে পারেন। এছাড়া করের ক্ষেত্রে বর্তমান আয়ের সীমা বছরে ৩ লক্ষ টাকা থেকে তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হতে পারে। কমানো হতে পারে ট্যাক্স স্ল্যাবের হার।

[আরও পড়ুন: সাধারণ আলমারির পিছনে গোপন বাঙ্কার! কুলগামে ৪ জঙ্গির মৃত্যুর পর প্রকাশ্যে ‘নিপুণ শিল্পকর্ম’]

শুধু তাই নয়, কৃষকদের মুখে হাসি ফোটাতে এবার এবার বড় ঘোষণা করতে পারে সরকার। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় টাকার অঙ্ক ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে বার্ষিক ৮ হাজার টাকা। সেক্ষেত্রে কৃষকরা তিনটি কিস্তির জায়গায় চারটি কিস্তিতে টাকা পেতে পারেন। পাশাপাশি মহিলাদের কথা বিবেচনা করে এবার মহিলাদের জন্য রান্নার গ্যাস ও স্বাস্থ্য পরিষেবার দেওয়া হতে বারে ভর্তুকি। একইসঙ্গে মহিলাদের জন্য কর ছাড় ও বিশেষ প্রকল্পে মহিলাদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হারও বাড়ানো হতে পারে।

[আরও পড়ুন: বহাল CBI তদন্ত, সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে খারিজ রাজ্যের আর্জি]

এছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বাস্থ্য বিমার কভারেজ দ্বিগুণ করার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। বর্তমানে এই প্রকল্পে বিমার কভারেজ দেওয়া হয় ৫ লক্ষ টাকা। এক ধাক্কায় সেটা বাড়িয়ে করা হতে পারে ১০ লক্ষ টাকা। তেমনটা হলে ১২ হাজার ৭৬ কোটি টাকা বাড়তি খরচ হবে সরকারের। বিতর্ক এড়াতে সেনায় অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে এবার বড় ঘোষণা হতে পারে সরকার। ইপিএফ-এর মাসিক বেতনের ঊর্ধ্বসীমা বাড়াতে পারে কেন্দ্র। ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা পর্যন্ত করা হতে পারে। ২০১৪ সালে এটি ৬ হাজার থেকে বেড়ে হয়েছিল ১৫ হাজার টাকা।

[আরও পড়ুন: পঞ্চকুলায় ভয়াবহ দুর্ঘটনা, বাস উলটে গুরুতর আহত ৪০ স্কুল পড়ুয়া]

এ সবকিছুর পাশাপাশি বিশেষজ্ঞমহলের অনুমান, সরকারি ক্ষেত্রের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও চাকরির সুযোগ বাড়াতে এবার তৎপর হতে চলেছে কেন্দ্র। পরিকাঠামো, উৎপাদন, আইটি, গ্রিন এনার্জি এবং রেল ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি চাকরির সুযোগ তৈরি করতে সরকার সচেষ্ট হতে চলেছে বলে জানা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৩ জুলাই বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
  • কর ছাড়, নারী ক্ষমতায়ন, কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করতে পারে মোদি সরকার।
  • আয়ুষ্মান ভারত প্রকল্পে বিমার কভারেজ দ্বিগুণ করা হতে পারে বলে জানা যাচ্ছে।
Advertisement