shono
Advertisement

বিরোধী বৈঠকে কংগ্রেসের ব্যবহারে ক্ষুব্ধ নীতীশ! গোঁসা কমাতে INDIA-তে বড় পদ দেওয়ার সম্ভাবনা

জোটের কাজ চালাতে তৈরি হবে ১১ সদস্যের কমিটি।
Posted: 01:52 PM Jul 19, 2023Updated: 01:52 PM Jul 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে কংগ্রেসের ‘দাদাগিরি’! ক্ষুব্ধ নীতীশ কুমার (Nitish Kumar)। সূত্রের খবর, যে ভাবে কোনও আলোচনা ছাড়াই বিরোধী জোটের নাম INDIA করে দেওয়া হয়েছে, সেটা বিহারের মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট। এতটাই যে বেঙ্গালুরুর বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে ছিলেন না তিনি। নীতীশের এই গোঁসা থামাতে শেষমেশ তাঁকে নাকি বড়সড় পদ দেওয়া হতে পারে।

Advertisement

সূত্রের খবর, INDIA-জোটের কনভেনর করা হতে পারে নীতীশকে। আর সোনিয়া গান্ধী হতে পারেন চেয়ারপার্সন। সোনিয়া পূর্বতন ইউপিএ জোটের চেয়ারপার্সন ছিলেন। এবার নয়া জোটেরও চেয়ারপার্সন করা হতে পারে তাঁকে। যদিও এ বিষয়ে সোনিয়ার নিজের সম্মতি আছে কিনা, সেটা স্পষ্ট নয়। যদিও নীতীশ কুমার এতদিন এনডিএ (NDA) জোটের অংশ ছিলেন। এবার তিনি বিরোধী জোটে যোগ দিয়ে বড় পদ পেতে পারেন। শোনা যাচ্ছে, জোটের কাজকর্ম পরিচালনার জন্য একটি ১১ সদস্যের কমিটি গড়া হবে। নীতীশ কুমার সেটারই কনভেনর হতে পারেন। 

[আরও পড়ুন: অস্ট্রেলিয়া মুখ ফেরাতেই আসরে ভারত, কমনওয়েলথ গেমসের জন্য তৈরি হচ্ছে আহমেদাবাদ!]

সূত্রের দাবি, বিরোধী জোটের নাম যে INDIA হতে চলেছে সেটা আগে জানানো হয়নি নীতীশকে। তাছাড়া বৈঠকেও তিনি আপত্তি জানিয়েছিলেন এই নাম নিয়ে। বাকি বিরোধীরা সেই আপত্তিতে পাত্তা দেয়নি। বিরোধীদের একজোট করার ক্ষেত্রে বর্ষীয়ান নীতীশের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু যেভাবে কংগ্রেস আচমকাই জোটের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, তাতে অসন্তুষ্ট জেডিইউ ও আরজেডি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিরোধী জোট তৈরির পরই কি তাতে ফাটলের আশঙ্কার বীজও পোঁতা হয়ে গেল?

[আরও পড়ুন: দশ বছর পর টাকা ফেরত পাবেন সাহারার লগ্নিকারীরা! চালু নয়া ‘রিফান্ড পোর্টাল’]

যদিও ক্ষোভের এই কথা অস্বীকার করেছে নীতীশের দল। জেডিইউইয়ের সভাপতি লাল্লন সিং বলেছেন,”নীতীশ কুমার রেগে যাচ্ছেন, এটা হতেই পারে না।” কংগ্রেস সূত্রও বলছে, নীতীশের ক্ষোভের কোনও কারণ নেই। সব বিরোধী একত্রিত। তবে জোটের সূত্রধর হিসাবে নীতীশকে কনভেনর করা হতে পারে। মঙ্গলবারের বৈঠকেই সেটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই সেটা ঘোষণা করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement