সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বেশির ভাগ বিরোধী দল৷ ঠিক তখনই, অন্যসুরে গাইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের ঘোষণাকে সাহসী সিদ্ধান্ত আখ্যা দিয়ে তাঁকে বাঘের সঙ্গে তুলনা করলেন জেডিইউ সুপ্রিমো৷
এর আগেও উরিতে জঙ্গি হামলা, সার্জিক্যাল স্ট্রাইক ইস্যুতেও বিরোধিতা ভুলে মোদির পাশেই দাঁড়িয়েছিলেন নীতিশ৷ এমনকি উরি হামলা প্রসঙ্গে মোদির বক্তব্যেও একাধিকবার উঠে এসেছিল নীতিশ কুমারের নাম৷ সূত্রের খবর, ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একাধিকবার নীতিশ কুমারের প্রশংসা করেন মোদি৷ এখানেই শেষ নয়, সম্প্রতি জিএসটি বিল নিয়ে কেন্দ্রের পদক্ষেপকেও সমর্থন জানিয়েছিল নীতিশের দল জেডিইউ৷ এসবের পরে এবার নোট বাতিল ইস্যুতে মোদির সিদ্ধান্তকে নীতিশ কুমার যেভাবে সমর্থন করছেন তাতে আরও একটি জল্পনা মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক মহলে৷ সমালোচকদের প্রশ্ন, তবে কি একসময়ের রাজনৈতিক বৈরিতা ভুলে কাছাকাছি আসছেন নীতিশ-মোদি?
The post মোদিকে বাঘের সঙ্গে তুলনা নীতিশের appeared first on Sangbad Pratidin.