shono
Advertisement

Breaking News

বিয়েতে আমন্ত্রিতদের থেকে উপহার হিসেবে শুধু ১১ টাকা নিলেন রাঘব-পরিণীতি, কেন?

অভিনব উদ্যোগ তারকা দম্পতির।
Posted: 02:47 PM Sep 27, 2023Updated: 02:47 PM Sep 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ সেপ্টেম্বর রবিবাসরীয় গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরে পরের দিনই দিল্লিতে ফিরে গিয়েছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। ‘আম আদমি’ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে চর্চা। দিন তিনেক বাদেও সেই রেশ কাটেনি। একের পর এক নতুন তথ্য প্রকাশ্যে। এবার রাঘব-পরিণীতির বিয়ের (Parineeti Chopra and Raghav Chadha Wedding) উপহার নিয়ে শোনা গেল চমকে দেওয়ার মতো তথ্য!

Advertisement

তারকা দম্পতি নাকি অতিথিদের কাছে আগেভাগেই অনুরোধ করেছিলেন যে, কেউ যেন বিয়েতে উপহার না নিয়ে আসেন। কারণ প্রিয় মানুষদের কাছ থেকে বহুমূল্য উপহার তাঁরা নিতে চাননি। দুই পরিবারের তরফেও কোনও আর্থিক লেনদেন হয়নি। শুধুমাত্র রীতি অনুযায়ী ‘মিলনি’ অনুষ্ঠানে মাত্র ১১টাকা নেন।

[আরও পড়ুন: দেশের রাজনীতি নিয়ে আর মুখ খুলবেন না কঙ্গনা! মোদি ভক্তি কি উধাও অভিনেত্রীর?]

এই মিলনি অনুষ্ঠান হচ্ছে, বর-কনে পক্ষ দুই তরফের অতিথিরা যখন একে-অপরের সঙ্গে পরিচয় পর্ব সারেন। সেখানে রীতি অনুযায়ী বরকে আশীর্বাদ স্বরূপ বহুমূল্য উপহার দেওয়ার রীতি রয়েছে কনে পক্ষের। এই রীতি বর পক্ষের ক্ষেত্রেও প্রযোজ্য। রাঘব-পরিণীতির বিয়েতে সেই পর্বেই শুধুমাত্র ১১টাকা উপহার স্বরূপ গ্রহণ করা হয়েছে। জেঠিমা মধু চোপড়াও বলেন যে, “ওঁরা কোনও উপহার নিতে চায়নি। কোন লেনদেন হয়নি এই বিয়েতে।”

[আরও পড়ুন: বাংলার অ্যালবার্ট কাবোর গানে নাচলেন মাধুরী দীক্ষিত, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement