shono
Advertisement

ভিআইপিদের জন্য বেড বুক করে ফেলে রাখা যাবে না

জুনিয়র ডাক্তারদের অভিযোগ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, স্বাস্থ্যকর্তা ধরে অনেকেই পিজিতে ‘বেড বুক’ করে রাখেন৷ The post ভিআইপিদের জন্য বেড বুক করে ফেলে রাখা যাবে না appeared first on Sangbad Pratidin.
Posted: 03:49 PM Jun 24, 2016Updated: 01:02 PM Jun 24, 2016

স্টাফ রিপোর্টার: ভিআইপি-দের জন্য পিজি হাসপাতালে ‘বেড বুক’ করে ফেলে রাখা যাবে না৷ মুমূর্ষু রোগী এলে তৎক্ষণাৎ তা দিয়ে দিতে হবে৷ এই মর্মে বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তি জারি করলেন পিজি-র অধিকর্তা মঞ্জু বন্দ্যোপাধ্যায় ও সুপার মানস সরকার৷
‘ভিআইপি’ কিংবা সুপারিশধারী রোগীর জন্য ‘বেড বুক’ করে রাখাটা পিজিতে নিয়মে পরিণত হয়েছে৷ মুমূর্ষু রোগী এলেও উপরমহলের চাপে বেড ফাঁকাই ফেলে রাখতে হয়৷ এই ব্যবস্থার বিরু‌দ্ধে দীর্ঘদিন ধরেই অসন্তোষ দানা বাঁধছিল৷ বুধবার জুনিয়র ডাক্তারদের উপর হামলার পর তা দাবানলের চেহারা নেয়৷ অধিকর্তাকে ঘেরাও করে যে একগুচ্ছ দাবি জুনিয়র ডাক্তাররা রেখেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল এই ‘বেড বুক’ করা সংস্কৃতির বিরু‌দ্ধে৷
জুনিয়র ডাক্তারদের অভিযোগ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, স্বাস্থ্যকর্তা ধরে অনেকেই পিজিতে ‘বেড বুক’ করে রাখেন৷ এর জন্য প্রচুর অশান্তি পোহাতে হয় ডাক্তারদের৷ বুধবার রাতে শাসনের যে শিশুটিকে নিয়ে গন্ডগোল হয়েছিল তাকেও বেডের অভাবে ট্রলিতে ভর্তি করতে হয়েছিল৷
এ দিন আরও বেশ কিছু দাবি মেনে নেয় কর্তৃপক্ষ৷ পিজিকে আটটি জোনে ভাগ করে পুলিশ মোতায়েন, এমার্জেন্সিতে দু’জন পুলিশ সার্জেন্ট রাখা, রোগীর সঙ্গে একজন আত্মীয়কে এমার্জেন্সিতে প্রবেশের অনুমতি-সহ বেশ কয়েকটি দাবি রয়েছে৷ এর পরই বরফ গলে৷ এ দিকে, বারবার জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে সরব হয়েছে চিকিৎসকদের একাধিক সংগঠন৷ ‘সার্ভিস ডক্টরস ফোরাম’-এর সাধারণ সম্পাদক সজল বিশ্বাস জানিয়েছেন, পরিকাঠামো ও নিরাপত্তা না থাকলে পরিষেবা দেওয়া খুব মুশকিল৷ সরকারের উচিত দু’টোই বাড়ানো৷

Advertisement

The post ভিআইপিদের জন্য বেড বুক করে ফেলে রাখা যাবে না appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement