সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসে ভারতের বাজারে নয়া হ্যান্ডসেট আনছে নোকিয়া। আগামী ২৬ নভেম্বর আত্মপ্রকাশ ঘটতে চলেছে Nokia 2.4-এর। এমনটাই জানিয়েছে নোকিয়ার ব্র্যান্ড লাইসেন্সি HMD গ্লোবাল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি টিজারও পোস্ট করেছে তারা। আর তারপর থেকেই অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছে স্মার্টফোনপ্রেমীরা।
গত সেপ্টেম্বরেই ইউরোপের বাজারে এসে গিয়েছে Nokia 3.4। তবে কোম্পানির দাবি, Nokia 2.4 মডেলটিতেও এমন বেশ কিছু ফিচার রয়েছে, যা ক্রেতাদের মনে ধরবে। ডুয়াল রিয়ার ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি-সহ একগুচ্ছ ফিচারের কথাও জানিয়েছে সংস্থা। উৎসবের মরশুমে মোবাইল কেনার পরিকল্পনা থাকলে চলুন চটপট জেনে নেওয়া যাক এই মডেলটির আকর্ষণীয় দিক কোনগুলি। দামই বা কত?
[আরও পড়ুন: ৯৪ শতাংশ কার্যকর মোডার্নার করোনা ভ্যাকসিন! মার্কিন সংস্থার দাবিতে আশার আলো]
ডুয়াল সিম-যুক্ত (ন্যানো) Nokia 2.4 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভার্সানের। এর ৬.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে স্ক্রিনের আসপেক্ট রেশিও ২০:৯। অর্থাৎ স্ক্রিনে এই মাপের ছবি দেখা যাবে। অক্টা-কোর মিডিয়াটেক হেলিও P22 SoC প্রসেসরের ফোনটির ব়্যাম ৩ জিবি পর্যন্ত। দু’জিবি ব়্যামের মডেলটির দাম সামান্য কম। একইভাবে ভিন্ন এর ইন্টারনাল মেমোরিও। ২ জিবি ব়্যাম বিশিষ্ট মডেলটির ইন্টারনাল মেমোরি ৩২ জিবি। এবং ৩ জিবি ব়্যামের সেটটি ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি। এবার আসা যাক এর ক্যামেরায়। ডুয়াল রিয়ার ক্যামেরার একটি ১৩ মেগাপিক্সল এবং সেকেন্ডারি ক্যামেরাটি ২ এমপির। সেলফি আর ভিডিও চ্যাটিংয়ের জন্য ফ্রন্ট ক্যামেরাটি পাঁচ মেগাপিক্সল বিশিষ্ট। এর ব্যাটারিও অত্যন্ত শক্তিশালী। ৪,৫০০এমএএইচ ব্যাটারি-যুক্ত ফোনটি একবার চার্জ করলে নিশ্চিন্তে দীর্ঘক্ষণ সিনেমা দেখতে কিংবা গেম খেলতে পারবেন। এছাড়া এফএম রেডিও, 4G LTE, GPS-এর মতো সাধারণ ফিচারগুলি তো রয়েইছে।
এবার নিশ্চয়ই জানতে চাইবেন মডেলটির দাম কত! কোম্পানির তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, ১০,৫০০ টাকার আশপাশেই এর দাম হবে। আপাতত চারকোল, ধূসর এবং নীলচে রঙের মডেল ভারতীয় বাজারে পাওয়া যাবে বলেই জানা গিয়েছে।