সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোকিয়া-র ফ্যানেদের জন্য সুখবর! সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী বছরই আত্মপ্রকাশ করতে চলেছে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন৷
নোকিয়া পাওয়ার ইউজার ডট কমের খবর, সংস্থার বার্ষিক অনুষ্ঠানে কর্তারা একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে ঘোষণা করেছেন, ২০১৭ অর্থবর্ষ নোকিয়ার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ কারণ, ওই বছরের ফেব্রুয়ারি মাসেই বাজারে আসবে বহু প্রতীক্ষিত নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন৷
গত কয়েকমাস ধরেই বেশ কিছু ওয়েবসাইটে নোকিয়ার একাধিক অ্যান্ড্রয়েড স্মার্টফোনের খবর প্রকাশিত হয়েছে৷ গিকবেঞ্চ-এর মতো ওয়েবসাইট Nokia 5320 হোক বা Nokia 1490 অথবা Nokia D1C -এর মতো হ্যান্ডসেটের বেশ কিছু ফিচারও অনলাইনে ফাঁস করে দিয়েছে৷ সূত্রের খবর, প্রথম নোকিয়া হ্যান্ডসেটে ‘নোকিয়া’র নাম ও লোগো থাকলেও হ্যান্ডসেটটি উৎপাদন করবে এইচএমডি গ্লোবাল৷ আগামী ১০ বছর তারাই নোকিয়া-র সমস্ত অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট উৎপাদনের লাইসেন্স পেয়েছে৷ ঠিক যে পন্থা অনুসরণ করে গুগল৷ তাদের নেক্সাস সিরিজের সর্বাধুনিক স্মার্টফোনটির হার্ডওয়্যার তৈরি করেছে এলজি৷
সূত্রের খবর, ২০১৭-র ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ নোকিয়া-র সিইও রাজীব সুরির উদ্বোধনী বক্তৃতার পর আত্মপ্রকাশ করবে Nokia D1C৷ শোনা যাচ্ছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৩ জিবি র্যাম ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা-সহ বাজারে আসবে সংস্থার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন৷
The post ২০১৭-র ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করবে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন appeared first on Sangbad Pratidin.