shono
Advertisement

আমেরিকায় মিসাইল হামলার নকল ফুটেজ প্রকাশিত উত্তর কোরিয়ায়

দেখুন ভিডিও৷ The post আমেরিকায় মিসাইল হামলার নকল ফুটেজ প্রকাশিত উত্তর কোরিয়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 PM Apr 19, 2017Updated: 07:43 PM Apr 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার বিরুদ্ধে মিসাইল হামলা চালানোর নকল ফুটেজ দেখানো হল উত্তর কোরিয়ার সরকারি চ্যানেলে৷ সে দেশের সর্বাধিনায়ক কিম জং উনের উপস্থিতিতে গত রবিবার সেনাবাহিনীর কুচকাওয়াজের শেষে ওই ভিডিও চালানো হয়৷ ফুটেজ দেখে হাততালিতে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা৷ যদিও আসল নয় জেনেও জনতার হাততালি দেওয়ার পিছনে শাসকের প্রতি দ্বিধাহীন আনুগত্যই দেখছেন বিশেষজ্ঞরা৷

Advertisement

[উত্তর কোরিয়াকে ‘শান্ত’ করতে রাশিয়ার হস্তক্ষেপ চাইল চিন]

কিম ইল-সাং-এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী পিয়ংইয়ংয়ে বিশাল কুচকাওয়াজের আয়োজন করেন তাঁর নাতি ও বর্তমান সেনাধিনায়ক কিম জং উন৷ তাঁর উপস্থিতিতেই উত্তর কোরিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলে দেখানো হয়, কীভাবে দেশীয় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে আমেরিকায়৷ দেখানো হয়, প্রথমে আকাশে উড়ে যাচ্ছে বিশালাকার ক্ষেপণাস্ত্র, তারপর আগুনের গলা আছড়ে পড়ছে আমেরিকার মাটিতে৷ ভিডিওটির একেবারে শেষে দেখানো হয়, মার্কিন পতাকা পুড়ে খাক হয়ে যাচ্ছে৷ ভিডিওটি শেষ হতেই উপস্থিতি দর্শক ও সেনাবাহিনীর সদস্যরা উল্লাসে ফেটে পড়েন৷ তাঁদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় কিমকে৷ এর আগে গত ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়া একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল৷

[পারমাণবিক হামলা চালাতে তৈরি, আমেরিকাকে চরম হুঁশিয়ারি উত্তর কোরিয়ার]

দেখুন ভিডিও-

The post আমেরিকায় মিসাইল হামলার নকল ফুটেজ প্রকাশিত উত্তর কোরিয়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement