সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় আমাদের মা-মাসিরা রোজ কেশচর্চায় নারকেল তেল লাগানো পরামর্শ দিতেন। শুধু তাই নয়, চুলে তেল দিয়ে ফিতে এঁটে কলা বিনুনি, বেড়া বিনুনি, হাত খোপা বাঁধাই রেওয়াজ ছিল। তাতে নাকি চুলে স্বাস্থ্য ও জেল্লা দুই ভালো হয়। কিন্তু সেসব এখন বিস্মৃত বলা চলে। হালের আধুনিকারা চুলে তেল দেওয়ার তেমন পক্ষপাতী নয়। তবে রূপ বিশেষজ্ঞরা শ্যাম্পু করার আগে চুলে তেল দেওয়ার পরামর্শ দেন। সেক্ষেত্রেও আবার চমক রয়েছে। নারকেল তেলের বদলে অনেকেই ইদানীং জেসমিন তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, বাদাম তেল, জবা ফুলের তেল-সহ নানা ধরনের তেল ব্যবহার করতে বলেন। এছাড়াও রয়েছে হেয়ার মাসাজ, হেয়ার স্পা-র মতো কেশচর্চার একাধিক উপায়। কিন্তু এত কিছুর মধ্যেও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় চান, মা-মাসিদের দেখানো পথ অনুসরণ করতে চান।
'মাথায় নারকেল তেল আর লম্বা দুটো বিনুনি' নিয়ে নস্ট্যালজিক স্বস্তিকা, শোনালেন কোন গল্প?
সম্প্রতি মেয়ের গল্প বলে সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী।Published By: Manasi NathPosted: 08:43 PM Mar 29, 2025Updated: 08:43 PM Mar 29, 2025
Advertisement
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
হাইলাইটস
Highlights Heading- একটা সময় আমাদের মা-মাসিরা রোজ মাথায় নারকেল তেল দেওয়ার পরামর্শ দিতেন।
- অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় মা-মাসিদের দেখানো পথই অনুসরণ করতে চান।
- তিনি চুলের স্বাস্থ্য রক্ষায় নারকেল তেল ব্যবহারের উপকারিতার কথা বলেছেন।
Advertisement